LIVE “আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ নাড়িয়ে দেব”, বিজেপিকে হুঁশিয়ারি মমতার

November 25, 2025 | 3 min read

Authored By:

Saikat Saikat

রাজ্যে SIR নিয়ে প্রতিবাদে ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ শহরে ত্রিকোণ পার্কে জনসভায় মতুয়াদের অধিকার রক্ষায় বক্তব্য রাখছেন মমতা। দেখুন প্রতিমুহূর্তের LIVE UPDATE

১৪.৫২: ২০২৯ বড় ভয়ংকর, ক্ষমতা হারাবে বিজেপি

১৪.৫০: এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বাংলাদেশিদের মতো কথা বলছি। ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুক। আমার বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে। আর আঘাত করলে, প্রত্যাঘাত সহ্য করতে হবে। আমরা ধর্ম, ধর্ম করি না। আমাকে যে খাবার করে দেয় সে-ও একজন তফসিলি মেয়ে। আমাকে খেতে দেয়। একসঙ্গে ঘুমোয়। রান্নাটাও সে-ই করে। তাকে কাছে রেখেছি। মানুষ করেছি। চাকরি দিয়েছি। বিয়ে দিয়েছি।”

১৪.৪৯: : শান্তনুর বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “বড়মা যখন অসুস্থ হতেই কোথায় ছিলেন। একবার নয়। ৬ বার নার্সিংহোমে ভর্তি করিয়েছি। বালু আমাকে খবর দিতেন। বালু মানে জ্যোতিপ্রিয়। ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি। বিশ্ববিদ্যালয় করেছি।”

১৪.৪৭: নাম না করে শুভেন্দুর উদ্দেশে মমতা বলেন, “বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়।”

১৪.৪৬: মতুয়াদের উদ্দেশে মমতার আশ্বাস, “কেউ আত্মহননের পথ বেছে নেবেন না। মানুষের জীবন খুব সুন্দর। নিশ্চিন্তে থাকুন। ভালো থাকুন। চিন্তা করবেন না, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর মতোন এটাও আমরা সমাধান করবো।”

১৪.৪৩: এসআইআর ইস্যুতে বনগাঁবাসীর উদ্দেশে মমতা বলেন, “আপনাদের আশ্বস্ত করতে এসেছি। ভোট চাইতে আসিনি। আমি কিন্তু ফর্ম ফিলআপ করিনি। আপনারা করবেন।” এর সঙ্গে মমতার হুঁশিয়ারি, “জানেন তো, জীবিত বাঘের চেয়ে আহত বাঘ বেশি ভয়ংকর। তাই আঘাত করবেন না। আঘাত করলে প্রত্যাঘাত সহ্য করতে হবে। রোহিঙ্গা ঢুকলে কোথা দিয়ে ঢুকছে? মিজোরাম, মণিপুর, অসমে তো এসআইআর হচ্ছে না। বাংলায় হচ্ছে। কারণ, বাংলাকে জব্দ করতে হবে। বাংলাকে ব্রিটিশরা জব্দ করতে পারেনি, তাই রাজধানী ছিল।”

১৪.৩৪: বিজেপির বিরুদ্ধে মমতার হুশিয়ারি, “আমাকে আঘাত করলে, সারা ভারতবর্ষ নাড়িয়ে দেব।বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, দেশ হারাবে। তৃণমূলের কেউ কিছু না করলেও তাঁকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। বিজেপির চুরি করলেও কিছুই হয় না।”

১৪.৩০: রাজ্যে এসআইআর আতঙ্ক এবং মৃত্যু নিয়ে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “এসআইআর আতঙ্কে ৩৫-৩৬ জনের মৃত্যু। ১০ জন বিএলও হাসপাতালে ভর্তি। কৃষ্ণনগরে রিঙ্কু মৃত্যুর আগে চিঠি লিখে গিয়েছে। লিখেছে আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী। তাহলে কার কথায় চলছে? ইন্টারনেট নেই। হোয়াটসঅ্যাপ নেই। রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে। ড্রাফ্ট লিস্ট বেরলে বুঝতে পারবেন কী হয়।” তাঁর আশঙ্কা, “AI হাতিয়ার করে কারচুপি করবে কমিশন।”

১৪.২০: মতুয়া সার্টিফিকেট প্রসঙ্গে বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, “আপনাদের প্রতারণা করছে, এর বড় শাস্তি হওয়া উচিত। কমিশনের নথির তালিকায় লিখতে বলুন। ওই সার্টিফিকেটে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। নভেম্বর-ডিসেম্বরে আপনি বাংলাদেশে ছিলেন।”

১৪.১৮: বাংলা ভাষা নিয়ে মমতা বলেন, “বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি? দেশ হিসাবে বাংলাদেশকে ভালোবাসি। কারণ আমাদের ভাষা এক। যাঁরা বাংলাদেশি তাঁরা বাংলায় কথা বলে অভ্যস্ত, হঠাৎ কী করে বদলাবে? বীরভূমে জন্মেছি নইলে আমাকেও বাংলাদেশি বলে দিত। বৈধ ভোটারের কোনও ভয় নেই। ভয় পাবেন না। বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে। আমি থাকতে কারও গায়ে হাত দিতে দেব না।”

১৪.১৪: কমিশন ও বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “ধর্ম নিয়ে খেলছে বিজেপি।বিজেপির কথায় চলছে নির্বাচন কমিশন।”

১৪.০৮: এসআইআর নিয়ে মমতা বলেন, “এসআইআর করতে হবে না আমরা বলিনি। আমরা বলেছি কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এসআইআর করতে ৩ বছর সময় লাগে। আপনারা ২ মাসে করতে চাইছেন। আমাকেও সময় দিয়ে আধার কার্ড করতে হয়েছে। এখন বলছে লাগবে না। ব্যাঙ্ক, লক্ষ্মীর ভাণ্ডারে নো আধার। আর এসআইআর হলে ইয়েস আধার।”

১৪.০৭: মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তোপ দেগে বলেন, “আমার আসতে দেরি হয়েছে। ক্ষমা চাইছি। আমি ৭-৮ মাস কপ্টার ব্যবহার করিনা। গাড়িতে গাড়িতে ঘুরি। আমাদের সরকারের একটা হেলিকপ্টার নেওয়া আছে। হঠাৎ খবর এল হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর। ভোটই শুরু হল না, তার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। একদিকে ভালোই হয়েছে রাস্তায় আসতে আসতে আমার জনসংযোগ হয়ে গেল। আমি বিজেপিকে বারবার বলি আমার সঙ্গে খেলতে যাস না। আমার সঙ্গে খেলতে গেলে আমি যে খেলাটা খেলব, ধরতেও পারবে না। ছুঁতেও পারবে না। “

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen