DDLJ-র ত্রিশ বছর! কী অনুষ্ঠানের আয়োজন করছে ব্রিটিশ রেলওয়?

ট্রেনেই শুরু হয়েছিল রাজ-সিমরনের গল্প।

February 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ট্রেনেই শুরু হয়েছিল রাজ-সিমরনের গল্প। বন্ধুত্ব, প্রেম, নির্ভেজাল ভালোবাসার গল্প ডিডিএলজে মুক্তির ত্রিশ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করছে ব্রিটিশ রেলওয়ে। শাহরুখ খান-কাজল জুটির সবচেয়ে সফল সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। লন্ডনের কিংস ক্রস স্টেশনে শুরু হয় রোমান্টিক ইতিহাসের সফর। এবার এই ছবিকে ঘিরে উদযাপন করতে চলেছে ব্রিটিশ রেলওয়ে।

ব্রিটেনের আধুনিক রেলপথ ব্যবস্থার দ্বিশতবর্ষ ও শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’-র ৩০ বছর পূর্তি— এই দুই ‘উৎসব’ আয়োজিত হচ্ছে। যশরাজ ফিল্মস ও ব্রিটিশ রেলওয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘কাম ফল ইন লাভ -দ্য ডিডিএলজে মিউজিক্যাল’ শীর্ষক অনুষ্ঠান। ২৯ মে ম্যানচেস্টার অপেরা হাউজে শুরু হবে অনুষ্ঠান। যা ২১ জুন পর্যন্ত চলবে। মঞ্চে ডিলিএলজে-র গান ও গল্পকে নাটকের আকারে সাজিয়ে দেখানো হবে। প্রাচ্য ও পাশ্চাত্যের সুরের মিশ্রণে তৈরি হয়েছে ১৮টি ইংরেজি গান। পরিবেশন করবেন শিল্পীরা। রাজ-সিমরনের প্রথম সাক্ষাতের দৃশ্য মঞ্চস্থ হবে।

১৯৯৫ সালের ২০ অক্টোবর ছবিটি মুক্তি পায়। ৩০ বছর পরও ‘যা সিমরন যা’ বা ‘পলট পলট পলট’—
মতো সংলাপগুলি দর্শকদের হৃদয়ে গেঁথে রয়েছে। ‘রেলওয়ে ২০০’ আয়োজনের সিইও সুজান ডোনেলি জানান, “যুগ যুগ ধরে পরিচালকদের অনুপ্রাণিত করেছে রেল। যাতায়াত মাধ্যমের বাইরে সংস্কৃতিতেও রেল ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই এই অভিনব অনুষ্ঠানের আয়োজন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen