লর্ডসে শুটিং করলেন সৃজিত, ফেসবুকে আপ্লুত পোস্ট পরিচালকের

ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক মিতালি রাজের এই বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু। তিনিও খুব তাড়াতাড়ি ইউনিটে যোগ দেবেন বলে খবর।

November 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

লর্ডস স্টেডিয়ামের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দুটো ছবি— এক, কপিল দেবের হাতে বিশ্বকাপ এবং দুই, প্যাভিলিয়নে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ঘোরানো। এবার সেই লর্ডসেই লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন বলতে চলেছেন এক বাঙালি পরিচালক। ব্যাপারখানা কী?

আসলে বিগত কয়েকমাস পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ব্যস্ততা আর কাটছেই না। পরপর কাজ করছেন তিনি। এর মধ্যেই দিল্লিতে জাতীয় পুরস্কারের মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। এবার সৃজিত আবার ব্যস্ত হয়ে পড়লেন ‘শাবাশ মিঠু’ ছবির শ্যুটিংয়ে। তবে বড় খবর, এই ছবির একটা অংশের শ্যুটিং হওয়ার কথা ক্রিকেটের মক্কা থুড়ি ইংল্যান্ডের লর্ডসের মাঠে। সূত্রের খবর, পরিচালক ইতিমধ্যেই লন্ডন পৌঁছে গিয়েছেন। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক মিতালি রাজের এই বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু। তিনিও খুব তাড়াতাড়ি ইউনিটে যোগ দেবেন বলে খবর। সেখানে এক সপ্তাহ শ্যুটিং করার কথা।

উল্লেখ্য, এর আগে বলিউড থেকে ‘৮৩’ ছবির শ্যুটিং হয়েছিল এই ঐতিহাসিক মাঠে। এবারে ‘শাবাশ মিঠু’ র পালা। তবে, এই প্রথম কোনও বাঙালি পরিচালক লর্ডস স্টেডিয়ামে শ্যুটিং করতে চলেছেন। এই প্রসঙ্গে সৃজিতকে মেসেজ করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen