এবার মুম্বই পাড়ি দিচ্ছেন আবির

নতুন প্রজেক্টের বিষয়ে এখনই মুখ খোলা যাবে না, এমনই নাকি চুক্তিপত্রে সই করেছেন আবির

September 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

এই প্রথমবার পুজোয় কলকাতায় থাকবেন না অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। কোথাও বেড়াতে যাচ্ছেন না তিনি। শ্যুটিংয়ের কাজেই কলকাতা ছাড়তে হচ্ছে তাঁকে। কিন্তু কোন শ্যুটিংয়ে কলকাতার বাইরে থাকতে হচ্ছে তাঁকে? এই প্রশ্নতেই মুখে কুলুপ এঁটেছেন এই টলিউড নায়ক। তবে, আবির তাঁর ঘনিষ্ঠ মহলে যে নতুন প্রজেক্টের বিষয়ে জানিয়েছেন, তা একেবারেই স্পষ্ট। তাই তো পরিচালক-প্রযোজক সত্রাজিত্ সেন ও অভিনেতা জয়দেব কুণ্ডুকে ট্যুইটারে আবিরের নতুন প্রজেক্টের জন্য শুভেচ্ছা জানাতেও দেখা গিয়েছে। অবশ্য, মুখে কুলুপ তাঁদেরও। 


নতুন প্রজেক্টের বিষয়ে এখনই মুখ খোলা যাবে না, এমনই নাকি চুক্তিপত্রে সই করেছেন আবির। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে, আপাতত তিনি বেঙ্গালুরুতে গিয়েছেন। তারপর যাবেন মুম্বই (Mumbai)। আসলে তিনি নাকি সর্বভারতীয় কোনও ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন। এমনও শোনা যাচ্ছে, কাশ্মীরে শ্যুটিং হবে সেই সিরিজের। আর আবিরই রয়েছেন এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে। নিঃসন্দেহে এই টলি অভিনেতার কেরিয়ারে এটা একটা বড় সুযোগ। তবে, এর মাঝে বাংলা ছবি ‘অপরাজিত’-র শ্যুটিংয়ের জন্য হয়তো তাঁকে একবার কলকাতায় ফিরতে হবে। অবশ্য, সেই শ্যুটিং কলকাতায় নয়, হবে বোলপুরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen