এবার কৃষক আন্দোলন নিয়ে মোদী বিরুদ্ধে সরব খোদ উপরাষ্ট্রপতি ধনখড়!

মোদীর বিরুদ্ধে রাজপথে নেমেছেন কৃষকরা।

December 5, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মোদীর বিরুদ্ধে রাজপথে নেমেছেন কৃষকরা। কৃষকদের দিল্লি ঢোকা রুখতে বিজেপি শাসিত রাজ্যগুলির সীমানায় প্রাচীর, রাস্তায় পেরেক বসানোর ছবি দেখেছে গোটা দেশ। ‘ডাবল ইঞ্জিন’ হরিয়ানা ও উত্তরপ্রদেশে আন্দোলনরত কৃষকদের আটক করা হয়েছে। এবার কৃষকদের প্রতি মোদী সরকারের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

বাংলার রাজ্যপাল থাকাকালীন ও উপরাষ্ট্রপতি পদে বসার পরও মোদী সরকারের প্রতি আনুগত্যের মানসিকতা বজায় রেখেছিলেন তিনি। কৃষক পরিবার থেকে উঠে আসা ধনখড় এবার প্রকাশ্যে তুলোধোনা করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। তিনি বললেন, “দেশের কৃষকরা ধুঁকছেন। তাঁদের সঙ্গে এখনই আলোচনায় বসা উচিত সরকারের। এটা খুবই গুরুতর ইস্যু। বিষয়টিকে লঘু করে দেখার অর্থ, আমরা বাস্তবটা উপলব্ধি করতে পারছি না। আমাদের নীতি নির্ধারণের প্রক্রিয়া ঠিক রাস্তায় নেই।”

লোকসভা ভোটে কৃষক এবং মধ্যবিত্ত শ্রেণির ক্ষোভের আঁচ টের পেয়েছে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে, বিজেপি এখন শরিকের কাঁধে ভর করে সরকার চালাচ্ছি। তাই কি ধনখড়ের গলায়ও উল্টো সুর? বিভিন্ন সময় নিজেকে ‘কৃষক-পুত্র’ বলেই পরিচয় দেন ধনখড়। মুম্বইয়ে কৃষি গবেষণা সংস্থা আইসিএআর-সিআইআরসিওটি-র শতবর্ষ পালনের অনুষ্ঠানে মঙ্গলবার ধনখড়ের আগেই বক্তব্য শেষ করেছিলেন শিবরাজ সিং চৌহান। বলতে উঠে বেনজরিভাবে কৃষিমন্ত্রীর কাছে ধনখড় জানতে চাইলেন, “পূর্বে কৃষকদের যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকারি খাতায় সেগুলি নথিভুক্ত করা হয়েছে তো? এখনও কেন আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে কৃষকদের সমস্যাগুলির সমাধান হল না? মাননীয় কৃষিমন্ত্রী, পূর্বের কৃষিমন্ত্রীরা কি কৃষকদের লিখিতভাবে কোনও প্রতিশ্রুতি দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন, তাহলে সেসব প্রতিশ্রুতির কী হল?”

কৃষক ইস্যুতে মোদী সরকারের সমালোচনা শোনা গিয়েছে উপ রাষ্ট্রপতির ভাষণে। তাঁর খোঁচা, “কৃষকদের সঙ্গে সরকারের যোগাযোগ ক্রমেই কমছে। বিশ্বের দরবারে ভারতের সুনাম সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। এমন ভাবমূর্তি সত্ত্বেও দেশের কৃষকদের বেহাল দশা কেন? তাঁদের ভুগতে হচ্ছে কেন? কৃষকরা ধুঁকছেন কেন? কৃষকদের অভাব-অভিযোগের মীমাংসা হওয়া প্রয়োজন। এই অবহেলা চলতে থাকলে দেশের জন্য তার ফল মারাত্মক হতে পারে। কোনও শক্তির ক্ষমতা নেই কৃষকদের কণ্ঠরোধ করে। কৃষকদের ধৈর্যচ্যুতি হলে দেশকে বিশাল মূল্য চোকাতে হবে।”

কৃষকদের প্রতি কেন্দ্রের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ধনখড়। তাঁর আক্রমণ, “আমরা কি সরকার ও কৃষকদের মধ্যে কোনও প্রাচীর তৈরি করছি? কৃষকদের সঙ্গে কেন কোনও আলোচনা হচ্ছে না, সেটাই বুঝতে পারছি না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen