এবছর দোলের বাজার কাঁপাচ্ছে ‘ট্যাঙ্ক গান’, ‘গুলাল গান’, ট্রিগারে আঙুল রাখলেই সামনের মানুষটি একেবারে ভূত!

হাওড়া থেকে দোলের বাজার করতে এসেছিলেন রং ব্যবসায়ী সুবল রায়। বললেন, ‘ব্যাক প্যাকের দাম একটু বেশিই।

March 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার ক্যানিং স্ট্রিট ও অন্যান্য দোকানে দোলের বাজার এখন রীতিমতো জমজমাট। ব্যাগে জল থাকা বন্দুকটির নাম, ‘ট্যাঙ্ক গান’। দাম? ট্যাঙ্কের সাইজের উপর নির্ভর করছে। ছোট ব্যাক প্যাক সহ বন্দুকের দাম ২২০ টাকা। বড়গুলির দাম হাজার দেড়েক। এক ব্যবসায়ীর কথায়, ‘ব্যাক প্যাকের চাহিদা এবার বেশি। ছোটা ভিম, স্পাইডারম্যানের ছবি দেওয়া ব্যাগের বিক্রিই বেশি।’ আবিরের সেল ভরা বন্দুকের নাম, ‘গুলাল গান’। দাম ১৪০ টাকা। আবিরের আলাদা সেল। পাঁচটি সেলের দাম ২৬০। বড়বাজারের এক ব্যবসায়ী বললেন, ‘নতুন কিছু বাজারে এলে তার চাহিদা থাকে। তাই নতুনগুলির দামও বেশি।’ হাওড়া থেকে দোলের বাজার করতে এসেছিলেন রং ব্যবসায়ী সুবল রায়। বললেন, ‘ব্যাক প্যাকের দাম একটু বেশিই। বাচ্চারা দেখেই বায়না জুড়ছে। দেখতে এতটাই ভালো যে বাচ্চাদের কথা ছাড়ুন আমাদের মতো বড়দেরও দারুণ লাগছে।’

বন্দুকের সম্ভার কিন্তু এখানেই শেষ নয়। বাজারে রয়েছে রকমারি ‘ওয়াটার গান’। এখন আর বালতি থেকে রং নিয়ে বন্দুকে ভরে ব্যবহারের অবকাশ নেই। হতে সময় কম। বন্দুকের ভিতরেই থাকবে রং ভরার পেল্লাই ট্যাঙ্ক। তা কাঁধে নিয়ে ট্রিগারে আঙুল রাখলেই সামনের মানুষটি একেবারে ভূত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen