নবান্ন, রাজভবন, জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল, শোরগোল শহরে

লোকসভা নির্বাচনের আবহে এহেন হুমকি ইমেল পাওয়ার পর তৎপর হয় কলকাতায় পুলিশ।

May 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
নবান্ন, রাজভবন, জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উড়িয়ে দেওয়া হবে নবান্ন, রাজভবন, জাদুঘর? এই দাবি করে হুমকি ইমেল আসতেই তৎপর পুলিশ-প্রশাসন। লালবাজার সূত্রে খবর, মঙ্গলবার নবান্ন, রাজভবন, জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। ‘একাধিক বিস্ফোরক রাখা রয়েছে’, এই মর্মে হুমকি মেল পাঠানো হল। কলকাতা পুলিশ আইপি অ্যাড্রেস খতিয়ে দেখছে।

ইমেলে লেখা ছিল, ‘আমরা একটি জঙ্গিগোষ্ঠী, নাম টেররাইজার্স ১১১। আমরা আপনাদের ভবনের ভিতরে বিস্ফোরক রেখে দিয়েছি। মানুষের মৃত্যু নিশ্চিত করেছি আমরা। সেটাই এই হামলর মূল লক্ষ্য। রক্তস্রোতই অন্তিম দশা, বিদায়’। লোকসভা নির্বাচনের আবহে এহেন হুমকি ইমেল পাওয়ার পর তৎপর হয় কলকাতায় পুলিশ। রাজভবনের সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান চলে নবান্ন ও জাদুঘরে। যদিও সন্দেহজনক কিছু মেলেনি। লাবাজার জানিয়েছে, ইমেলগুলি ভুয়ো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen