পশ্চিম আফ্রিকায় জঙ্গিদের হাতে পণবন্দি তিন ভারতীয়, কী পদক্ষেপ নয়াদিল্লির?

July 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫৩: পশ্চিম আফ্রিকায় তিন ভারতীয়কে পণবন্দি করেছে আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গিরা। মালিতে এক কারখানায় হানা দিয়ে তিন ভারতীয়কে তুলে নিয়ে গিয়েছে জঙ্গিরা। যা নিয়ে নয়াদিল্লির উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, তিন ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনার জন্য মালির সরকারকে যথাযথ পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে।
তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে ভারত সরকার দায়বদ্ধ। তিন জনের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। সে দেশের ভারতীয় দূতাবাস মালির সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

জানা গিয়েছে, মালির এক সিমেন্ট কারখানায় মঙ্গলবার অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী সশস্ত্র হামলা চালায়। ওই কারখানায় কর্মরত তিন ভারতীয়কে তুলে নিয়ে যায় তারা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আল-কায়দা ঘনিষ্ঠ স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন এই ঘটনার যুক্ত। উল্লেখ্য, এই সংগঠনটির বিরুদ্ধে মালিতে একাধিক সন্ত্রাসবাদী হামলা চালানোর অভিযোগ রয়েছে।

অন্যদিকে, মালিতে বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে নয়াদিল্লি। যেকোনও প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এখন দেখার কতটা সফল হয় মোদীর কূটনৈতিক দক্ষতা। মালির সরকারকে চাপ দিয়ে কত তাড়াতাড়ি দেশীয় নাগরিকদের ছাড়াতে পারে নয়াদিল্লি, নজর থাকবে সেদিকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen