বানানো হচ্ছে অস্থায়ী ক্যাম্প, ‘যশ’ আসার আগে সরানো হচ্ছে ৩ লক্ষ মানুষকে

ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, সাগর, বাসন্তী, গোসাবা এবং ডায়মন্ড হারবারে এনডিআরএফ পাঠানো হয়েছে।

May 22, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

আম্পান (Cyclone Amphan) এক বছর পর বাংলায় ধেয়ে আসছে যশ (Cyclone Yaas)।  তার আগে দক্ষিণ ২৪ পরগনাতে প্রায় তিন লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। করোনা হাসপাতালগুলিতে বিদ্যুৎ সংযোগ ঠিক অতিরিক্ত পরিমাণে জেনারেটর রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। সেই সঙ্গে অস্থায়ী ক্যাম্প বানানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, সাগর, বাসন্তী, গোসাবা এবং ডায়মন্ড হারবারে এনডিআরএফ পাঠানো হয়েছে। পাশাপাশি পাথরপ্রতিমা নামখানা এবং মথুরাপুরে বেশি সংখ্যায় এনডিআরএফ ও এসডিআরএফ পাঠানো হয়েছে।  প্রস্তুত রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা দল এবং কুইক রেসপন্স টিমকে। তৈরি ফ্রেজারগঞ্জের উপকূলরক্ষী বাহিনীর কর্মীরাও। সুন্দরবনের নদী এবং সমুদ্র বাঁধগুলির ক্ষয়ক্ষতিও দ্রুত মেরামত করা শুরু হয়েছে। প্রতিটি ব্লককে পর্যাপ্ত পরিমাণে খাবার, ত্রিপল-সহ সহ ত্রাণ সামগ্রী মজুত করার নির্দেশ দেওয়া হয়েছে।  এছাড়াও, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদে এবং বারাকপুরে এসডিআরএফ টিম মোতায়েন করে রাখা হয়েছে।

শুক্রবার ঘূর্ণিঝড়ের নতুন আপডেট দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের সহ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগের পূর্বাভাস মতোই শনিবার তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় প্রদানকারী নিম্নচাপ(low pressure area)। হাওয়া অফিস জানাচ্ছে এটা দুর্যোগের প্রথম ধাপ। দুর্যোগ চলবে ২৬ দুপুর পর্যন্ত।

২৪ তারিখ তা ঘূর্ণিঝড়ের (cyclone) রূপ নেবে। তারপর সেটি ক্রমে এগিয়ে যাবে বাংলা ওডিশা উপকূলের দিকে। ২৫ তারিখ সন্ধ্যা থেকে কখনও হালকা থেকে মাঝারি কখনও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উপকূলীয় জেলা ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। সময় অন্তর বাড়বে বৃষ্টির পরিমান। ২৫ তারিখ সন্ধ্যায় ওই অঞ্চলে হাওয়ার গতি থাকবে সর্বোচ্চ ৭০ কিলোমিটার। ২৬ তারিখ দুপুর পর্যন্ত বাড়তে থাকবে হাওয়ার বেগ’।

২৬ তারিখ সাত সকালেই বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ(yaas)। ঝড়ের গতির অল্প আভাস মিলেছে। বলা হয়েছে ২৫ তারিখ রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে বইতে পারে সর্বোচ্চ ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া।

রাজ্যেই উপকূলবর্তী জেলাগুলিকে (Costal District) সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বুধবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই সাইক্লোন নিয়ে উপকূলবর্তী জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জেলাগুলিকে সতর্ক করেন। শুকনো খাদ্য মজুত রাখার নির্দেশ দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen