যুবভারতী কাণ্ড: স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও তিন, শতদ্রু দত্তর বাড়িতেও তল্লাশি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৪: যুবভারতী কাণ্ডে ধরপাকড় চলছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করল বিধাননগর পুলিশ। এখনও অবধি মোট গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল নয়।
১৩ ডিসেম্বর, শনিবার লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল যুবভারতী। মেসিকে না-দেখতে পাওয়ার ক্ষোভে গোটা স্টেডিয়ামে তাণ্ডব চালায় আম জনতা। ওই দিনই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। আজ শুক্রবার, তাঁর বাড়িতেও হানা দিল পুলিশ। অন্যদিকে, স্টেডিয়াম ভাঙচুরের ঘটনার পর দু’দফায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার সেই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়ল।
ওই দিনের যুবভারতীর নানা ছবি, সিসি ক্যামেরার ফুটেজ, ভিডিও ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। জানা গিয়েছে, ধৃতদের নাম রাজু দাস ওরফে গোপাল দাস, সৌম্যদীপ দাস ওরফে পাপ্পু এবং তন্ময় দে ওরফে দুষ্টু। বিধাননগর পুলিশ জানিয়েছে, লেকটাউন ও নাগেরবাজার থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানার মহিলা পুলিশ সহ পাঁচজন আধিকারিক রিষড়া থানার সহযোগিতায় শতদ্রুর বাড়িতে পৌঁছে যায়। এদিন একমাত্র পরিচারিকা ছাড়া কেউ বাড়িতে ছিলেন না। পরিচারিকার সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। শতদ্রুর বিলাসবহুল বাড়ির ঘরে ঘরে তল্লাশি হয়। শতদ্রুর কোনও সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি বলেই খবর।
বিধাননগর পুলিশের পাশাপাশি যুবভারতী কাণ্ডের তদন্ত শুরু করেছে বিশেষ তদন্তকারী দল বা SIT। ওই দিনের যুবভারতীর একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে বিশেষ তদন্তকারী দল। শুধু ভাঙচুর নয়, যুবভারতী থেকে বহু জিনিস বাড়িতে নিয়ে যেতে দেখা গিয়েছে দর্শকদের। সূত্রের খবর, তাঁদেরও ধরপাকড়ের কথা ভাবছে পুলিশ।