চিকিৎসা চলাকালীনই স্বাস্থ্য সাথী কার্ড পেলেন তিনজন

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে একজনের আত্মীয় কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।

January 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

চিকিৎসা চলাকালীন অবস্থাতেই আবেদনের ভিত্তিতে তিনজন রোগীর আত্মীয়ের হাতে স্বাস্থ্যসাথী (Swasthyasathi) দিল কোচবিহার (Cooch Behar) জেলা প্রশাসন। বৃহস্পতিবার কোচবিহারের অতিরিক্তি জেলাশাসক (সাধারণ) লক্ষ্মী ভব্যা তান্নিরু এই স্বাস্থ্যস্বাথীর কার্ড তুলে দেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে একজনের আত্মীয় কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। অপর দুই জনের আত্মীয়ের অন্যত্র ক্যান্সারের চিকিৎসা চালাতে হবে। তাঁরা স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য আবেদন করেছিলেন। অতিরিক্ত জেলাশাসক বলেন, আবেদনের ভিত্তিতে আমরা জরুরি ভিত্তিতে তিনজন রোগীকে স্বাস্থ্যসাথী কার্ড প্রদান করেছি। তাঁদের মধ্যে একজন চিকিৎসাধীন। বাকিদের ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যেতে হবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen