কোয়ান্টাম টানেলিংয়ে যুগান্তকারী অবদান, পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩২: ২০২৫ সালের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার ঘোষণা হল মঙ্গলবার। এ বছর সম্মান পেলেন তিন গবেষক-জন ক্লার্ক, মাইকেল এইচ ডিভোরেট এবং জন এম মার্টিনিস। মাইক্রোস্কোপিক পর্যায়ে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং সংক্রান্ত গবেষণায় তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
স্টকহোমের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস এক বিবৃতিতে জানিয়েছে, “বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কারের জন্য তিন বিজ্ঞানীকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।”
বিজ্ঞান জগতে কোয়ান্টাম টানেলিংয়ের গবেষণা দীর্ঘদিন ধরেই আধুনিক পদার্থবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই গবেষণার ফল ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং ও সুপারকন্ডাক্টিং প্রযুক্তির উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।