কতটা মন জয় করল Tiger 3 ট্রেলর?

ট্রেলর দেখে রীতিমত উচ্ছ্বাসে ফেটে পড়েছে সলমন ভক্তরা।

October 16, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সকল অপেক্ষার অবসান। সলমন খান এবং ক্যাটরিনা কাইফের Tiger 3-র ট্রেলার মুক্তি পেল আজ।

সালমান খান টুইট করেছেন, “আ রাহা হুঁ! দিওয়ালিতে #Tiger3।

ট্রেলর দেখে রীতিমত উচ্ছ্বাসে ফেটে পড়েছে সলমন ভক্তরা। তারা ইতিমধ্যেই বলছেন পাঠান, গদর ২ ও জওয়ানের রেকর্ড ভেঙে দিতে আসছে তাদের ভাইজান।

ইয়াশ রাজ ফিল্মসের এই স্পাই ইউনিভার্স-এ সলমনের পাশাপশি আছেন ক্যাটরিনা কাইফ, নেগেটিভ চরিত্রে ইমরান হাশমি, ক্যামিও দেবেন সুপারস্টার শাহরুখ খান। দীপাবলিতে মুক্তি পাচ্ছে সুপারস্টার সলমন খানের ছবি Tiger 3।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen