সুন্দরবনে শুরু বাঘ গণনার কাজ, ১,৪৮৪ ক্যামেরা বসাল বন দপ্তর, কবে মিলবে সম্পূর্ণ ডেটা?

November 27, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: সুন্দরবনে শুরু হয়েছে বাঘ গণনার কাজ। নভেম্বরের ২৫ তারিখ থেকে শুরু হওয়া এই গণনা অভিযানে ব্যবহিত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ও বিপুল পরিমাণ ক্যামেরা-ট্র্যাপ। বন বিভাগের সিনিয়র আধিকারিকদের তথ্য অনুযায়ী, এবার মোট *১,৪৮৪টি ট্র্যাপ ক্যামেরা* বসানো হয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভজুড়ে। এই ক্যামেরাগুলো পাঁচ দিন ধরে সক্রিয়ভাবে কাজ করবে, তবে থাকছে দেড় মাস পর্যন্ত। এরপর ২০২৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সংগ্রহ করা হবে সমস্ত ডেটা।

২০২২ সালের শুমারি অনুসারে, ভারতের সুন্দরবন অঞ্চলে বর্তমানে রয়েছে *১০০-র বেশি রয়েল বেঙ্গল টাইগার*। এবার ক্যামেরাগুলো বসানো হয়েছে সাজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য, রায়দিঘি, রামগঙ্গা, মাতলা রেঞ্জসহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বাঘের আবাসস্থলে। সব ক্যামেরাই নাইট-ভিশন প্রযুক্তি সম্পন্ন, যাতে দিন-রাতের যেকোনো সময়ে বন্যপ্রাণীর গতিবিধি ধরা যায়।

পুরো ৪,০০০ বর্গকিমি জুড়ে থাকা এই শুমারি কর্মসূচিতে যুক্ত রয়েছেন *২০০-রও বেশি বনকর্মী*। ক্যামেরা ট্র্যাপিংয়ের পর দ্বিতীয় ধাপে ডিসেম্বরে অ্যাপের মাধ্যমে পাগমার্ক বিশ্লেষণ করা হবে।

সুন্দরবনের প্রাণিবৈচিত্র্য রক্ষা ও বাঘের সঠিক সংখ্যা নির্ধারণে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বন দপ্তর ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen