ফের বাঘের আতঙ্ক বেলপাহাড়িতে, গ্রামবাসীদের একা একা জঙ্গলে না যাওয়ার পরামর্শ

বর্ষশেষে রাজ্যের পশ্চিমাঞ্চলে ঢুকে পড়ে টানা ১০ দিন বনে বাদড়ে দৌড়ে আস্ত বন দফতরকে নাকানিচোবানি খাইয়েছিল বাঘিনি জিনাত।

January 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
ফের বাঘের আতঙ্ক বেলপাহাড়িতে, গ্রামবাসীদের একা একা জঙ্গলে না যাওয়ার পরামর্শ। প্রতীকী ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না বেলপাহাড়ির। রবিবার সকালে নতুন করে বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়িয়েছে বেলপাহাড়ির জঙ্গলে ঘেরা গ্রামগুলিতে। গ্রামবাসীদের সতর্ক করতে ইতিমধ্যেই মাইকে প্রচার শুরু করেছে বন দপ্তর। গ্রামবাসীদের একা একা জঙ্গলে না যাওয়ার জন্যও সতর্ক করা হচ্ছে।

বর্ষশেষে রাজ্যের পশ্চিমাঞ্চলে ঢুকে পড়ে টানা ১০ দিন বনে বাদড়ে দৌড়ে আস্ত বন দফতরকে নাকানিচোবানি খাইয়েছিল বাঘিনি জিনাত। তারপরেও ফের একাধিকবার ওড়িশা, ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে ঢুকে পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। গত কয়েকদিন ধরে পুরুলিয়া সীমান্তে থাকা সেই বাঘটিই বেলপাহাড়িতে ঢুকে পড়েছে নাকি এটি অন্য তা নিয়েও ধন্দ তৈরি হয়েছে।

বন দপ্তর সূত্রের খবর, শুক্রবার বেলপাহাড়ির কয়েকটি এলাকায় নতুন করে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। তারপর থেকেই আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতা সামলাতে আপাত গ্রামবাসীদের একা একা জঙ্গলে যেতে নিষেধ করছেন বনকর্তারা।

রাজ্যে ঘন ঘন বাঘ ঢুকে পড়ার জন্য সম্প্রতি নাম না করে ওড়িশা, ঝাড়খণ্ড রাজ্যের প্রতি মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, “বাঘ পালিয়ে আসে কেন রোজ রোজ? তোমার বাঘ তুমি সামলাতে পারছো না কেন!”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen