বড়দিনে নিরাপত্তার চাদরে মুড়ল পার্ক স্ট্রিট

December 24, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৬: বড়দিন মানেই আলোর রোশনাই, খাওয়া-দাওয়া আর আনন্দের ভিড়—আর তার কেন্দ্রবিন্দু পার্ক স্ট্রিট। প্রতি বছরের মতো এ বছরও উৎসবের রাতে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুলিশ। মঙ্গলবার যান চলাচল ও নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করেছে লালবাজার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই সময়ে পার্ক স্ট্রিট এবং ময়দানমুখী রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলে কড়াকড়ি করা হবে। পরিস্থিতি বুঝে বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে ফের এই নিয়ন্ত্রণবিধি চালু হতে পারে, যার মেয়াদ ঠিক করবেন ডিসি (ট্রাফিক)।

ভিড় সামলাতে একাধিক রাস্তায় ওয়ান ওয়ে চালু করা হচ্ছে। শেক্সপিয়র সরণি, হো চি মিন সরণি, মিডলটন স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটে নির্দিষ্ট দিকেই গাড়ি চলবে। রয়েড ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটে গাড়ি ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে ক্যাথিড্রাল রোডেও সাময়িকভাবে যান চলাচল বন্ধ করা হতে পারে।

এছাড়াও পার্ক স্ট্রিট-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ‘নো পার্কিং’ জ়োন ঘোষণা করা হয়েছে। ভিড়ের আশঙ্কায় ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিউ মার্কেট, কালীঘাট, আলিপুর চিড়িয়াখানা-সহ বেশ কয়েকটি জায়গায় গাড়ি পার্কিংয়ের অনুমতি নাও মিলতে পারে।

নিরাপত্তার দিক থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। প্রায় ১৫০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে পার্ক স্ট্রিট জুড়ে। ওয়াচ টাওয়ার, ড্রোন নজরদারি, কুইক রেসপন্স টিম ও অ্যাম্বুল্যান্স পরিষেবাও প্রস্তুত রাখা হচ্ছে। পথচারীদের জন্যও ওয়ান ওয়ের ব্যবস্থা করা হয়েছে—এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরোনোর পরিকল্পনা।

সব মিলিয়ে, বড়দিনের রাতে আনন্দের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতেই এই কড়া ব্যবস্থা—এমনটাই জানাচ্ছে পুলিশ প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen