মাহেশ ও গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী রথযাত্রায় জোরদার নিরাপত্তার প্রস্তুতি

লক্ষাধিক ভক্তের জনসমাগম হয় মাহেশে।

July 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
মাহেশ ও গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী রথযাত্রায় জোরদার নিরাপত্তার প্রস্তুতি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হুগলির দুই প্রসিদ্ধ রথযাত্রা অর্থাৎ মাহেশ ও গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনিক প্রস্তুতি চলছে, পাশাপাশি মাহেশ ও গুপ্তিপাড়ায় সেবায়েত মহলেও প্রস্তুতি তুঙ্গে।

ড্রোন নজরদারি চলানো হবে। এছাড়াও সিসি ক্যামেরায় মুড়ে ফেলে গোটা রথযাত্রার উৎসব পালিত হবে হুগলিতে। আগামী ৭ জুলাই বেলা ১২টায় নির্ঘণ্ট মেনে রথের রশিতে টান পড়বে। হুগলির মাহেশের রথ এবার ৬২৮ বছরে পা দিয়েছে। ‌মাহেশের রথ দেখতে বহু দূরদূরান্তের মানুষ আসেন। প্রবল ভিড়ের কারণে সিসি ক্যামেরার পাশাপাশি ড্রোন নজরদারির ব্যবস্থাও রাখা হচ্ছে। গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র জিউ মঠের রথযাত্রা এবার ২৮৫ বছরে পা দিয়েছে। রথযাত্রার আয়োজন খতিয়ে দেখেন চুঁচুড়ার মহকুমা শাসক।

লক্ষাধিক ভক্তের জনসমাগম হয় মাহেশে। এবার ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, ড্রোন, সিসি ক্যামেরা-সহ নিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত রাখা হচ্ছে। গুপ্তিপাড়া রথ আয়োজক কমিটির কর্তারা জানাচ্ছেন, রথযাত্রায় সিসি ক্যামেরার নজরদারি রাখা হচ্ছে। জলপথে বহু মানুষ গুপ্তিপাড়ার রথ দেখতে আসেন। সেখানেও বিশেষ পরিষেবা ও নজরদারি রাখা হচ্ছে। জলে ও স্থলে কু‌ইক রেসপন্স টিম বহাল রাখা হচ্ছে। ১৫ দিন ধরে গুপ্তিপাড়ায় রথের মেলা চলবে। তা নিয়েও নানা রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভক্ত সমাগমের কথা মাথায় রেখে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করছে প্রশাসন। সাদা পোশাকের পুলিশ থেকে পুলিশ ক্যাম্প, হেলথ ক্যাম্প করার সিদ্ধান্ত হয়েছে। জলপথে অতিরিক্ত ভেসেল চালানোর পাশাপাশি নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen