বর্ষবরণের রাতে কী কী ব্যবস্থা কলকাতা পুলিশের?

বর্ষবরণের রাতে যেকোনও ধরনের অপ্রিতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ। বিশেষ করে নিরাপত্তা রক্ষা ও বাইকবাহিনীকে রুখতে বর্ষবরণের রাতেও পুলিস কমিশনার বিনীত গোয়েলের নির্দেশ অক্ষরে অক্ষরে মানতে প্রস্তুত কলকাতা পুলিশ

December 31, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বর্ষবরণের রাতে যেকোনও ধরনের অপ্রিতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ। বিশেষ করে নিরাপত্তা রক্ষা ও বাইকবাহিনীকে রুখতে বর্ষবরণের রাতেও পুলিস কমিশনার বিনীত গোয়েলের নির্দেশ অক্ষরে অক্ষরে মানতে প্রস্তুত কলকাতা পুলিশ। ৩১ ডিসেম্বর সন্ধ্যে থেকেই শহরের পথে পথে বাইক দৌরাত্ম্য ঠেকাতে আড়াই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে লালবাজার। পাশাপাশি নাকা চেকিংও চালানো হবে বলে জানা গিয়েছে। শহরের ৫০টি পয়েন্টে নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ষবরণের রাতভর রাস্তায় বিধিভাঙা বাইককে কোনও মতেই রেয়াত করা হবে না। ট্রাফিক আইন ভাঙলে বাইক বাজেয়াপ্ত করা হবে। ট্রাফিক বিভাগের পাশাপাশি স্পেশাল রেইড শাখার তরফে চলবে অভিযান। পার্ক স্ট্রিট, ধর্মতলা চত্বরে জন সমাগমের কথা মাথায় রেখে পার্ক স্ট্রিটকে ৬টি জোনে ভাগ করা হয়েছে। আইন-শৃঙ্খলার পরিস্থিতিতে নজর রাখতে ১০ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার হাজির থাকবেন। ওয়াচ টাওয়ার থেকেও নজরদারি চলবে।

শহরের প্রায় সব দ্রষ্টব্য স্থানেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়াতে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। রাতের শহরের নিরাপত্তায় বার, পাব, রেস্তরাঁর সামনে বিশেষ পেট্রলিং টিমও থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen