এবার জুন পর্যন্ত মিলবে বিনা পয়সায় চাল, ব্লকে ব্লকে ‘দুয়ারে দুয়ারে সরকার’-এর সূচনা মুখ্যমন্ত্রীর

মানুষ যা চাইবে, তা তত্ক্ষণাত্ মানুষকে দিতে হবে। যদি সেইসময় প্রশাসনের হাতে সেই সুযোগ না থাকে, তবে তালিকা তৈরি করতে হবে।

November 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক জনসভা থেকে নতুন কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। নয়া এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দুয়ারে দুয়ারে সরকার।’

মুখ্যমন্ত্রী বলেন, নয়া এই প্রকল্পের আওতায় আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে কাজ। চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। এই প্রকল্পের আওতায় প্রতিদিন বেলা ১২১টা থেকে বেলা ৩টে পর্যন্ত রাজ্যের ব্লকে ব্লকে প্রশাসনের তরফে ক্যাম্প করা হবে। ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পে মানুষ প্রশাসনের কাছে যে অভাব, অসুবিধার কথা তুলে ধরবে, তা সঙ্গে সঙ্গে সমাধান করতে হবে। মানুষ যা চাইবে, তা তত্ক্ষণাত্ মানুষকে দিতে হবে। যদি সেইসময় প্রশাসনের হাতে সেই সুযোগ না থাকে, তবে তালিকা তৈরি করতে হবে। জনপরিষেবা সংক্রান্ত প্রকল্পগুলির সুযোগ-সুবিধা আরও বেশি করে মানুষকে পাইয়ে দিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, কো অপারেটিভ ব্যাংক (Co-operative Bank) থেকে একটা করে বাইকের ব্যবস্থা করে দেওয়া হবে, পিছনে একটা বাক্স থাকবে, সেখানে মানুষ জিনিস নিয়ে বিক্রি করতে পারেবন, এর নতুন প্রকল্পের নাম কর্মই ধর্ম। ২ লক্ষ মানুষকে এই সুযোগ দেওয়া হবে, ফলে প্রায় ১০ লক্ষ মানুষের খাদ্যের যোগান হবে।

নতুন ঘোষণা

  • আগামী দিনে বিরসা মুন্ডার জন্মদিনেও রাজ্যে ছুটি থাকবে, ওখানে একটা মূর্তিও করা হবে
  • ৫ কোটি টাকা দিয়ে বাউড়ি কালচারাল বোর্ড গঠন করা হল, কয়েকদিনের মধ্যে মতুয়া ও বাগদি ডেভেলপমেন্ট বোর্ড ও হবে
  • ক্যাম্প করে সব প্রকল্পের কাজ করা হবে, সব প্রকল্পের বাকি কাজ সম্পন্ন হবে
  • কৃষক বন্ধু প্রকল্পে খরিফ শস্যের টাকা এডভান্স দিয়ে দেওয়া হচ্ছে জানুয়ারির মধ্যে, মে মাসের বদলে
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen