রোডট্রিপে ছুটি কাটাতে গেলে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন

জানেন কি রোড ট্রিপেও আপনাকে মানতে হবে বেশ কিছু নিয়ম। তাহলেই আপনি এবং আপনার পরিবারটি সুরক্ষিত থাকবে।

November 2, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

মহামারি আতঙ্কে অনেকেই গণপরিবহনের দ্বারস্থ হওয়া বন্ধ করেছেন। সুরক্ষার জন্যে ট্রেন, ফ্লাইট ছেড়ে বেছে নিচ্ছেন প্রাইভেট গাড়িতে রোড ট্রিপ। গাড়ি করেই বেরিয়ে পড়ছেন সপ্তাহান্তের ভ্রমণে। কিন্তু জানেন কি রোড ট্রিপেও আপনাকে মানতে হবে বেশ কিছু নিয়ম। তাহলেই আপনি এবং আপনার পরিবারটি সুরক্ষিত থাকবে।

জেনে নিন কি কি করবেনঃ

  • বসার সিট থেকে শুরু করে গাড়ির হাতল, সবটাই স্যানিটাইজ করতে হবে। গাড়ি থেকে প্রতিবার ওঠা- নামার সময়েও স্যানিটাইজার ব্যবহার করা জরুরি। 
  • গাড়ি থামিয়ে বিশ্রাম নিতে চাইলে পরিচ্ছন্ন, ফাঁকা জায়গা বাছুন।
  • মাস্ক যেমন পরবেন, তেমনি খোলার সময় হাতে বা কোলে রাখবেন না। নির্দিষ্ট পরিচ্ছন্ন জায়গায় রাখুন। ব্যাগে অতিরিক্ত মাস্ক রাখুন।
  • মাঝপথে ফ্রেস হতে কোথাও নামলে স্যানিটাইজার নিয়ে নামুন। কোথাও বসার আগে স্যানিটাইজার স্প্রে করে নিন। 
  • ব্যবহৃত মাস্ক বা খাবার প্যাকেট যেখানে সেখানে ফেলবেন না। গন্তব্যে পৌছে নির্দিষ্ট জায়গায় ডিসপোজ করুন।
  • কোথাও কিছু কিনলে বা গাড়িতে জ্বালানি ভরলে চেষ্টা করুন ডিজিটাল পেমেন্ট মোডে বিল মেটানোর। ক্যাশে দিলে টাকা এবং হাত স্যানিটাইজ করে তবেই গাড়িতে উঠুন। রাস্তায় কোন এটিএম-এ টাকা তুললেও একই নিয়ম মাথায় রাখতে হবে।
  • সাথে কোন শিশু থাকলে খাবার সঙ্গে রাখুন। চলন্ত গাড়িতে খাওয়াবেন না। গাড়ি থামিয়ে তবেই খাওয়া-দাওয়া করুন।   

গাড়িতে কি কি রাখবেনঃ

সঙ্গে রাখুন ফার্স্টএইড বক্স, টুল বক্স, ডিসইনফ্যাকট্যান্ট ওয়াইপস, ডিসপোজেবল ব্যাগ, গ্লাভস, জলের বোতল, পর্যাপ্ত খাবার, টিসু, মাথায় দেওয়ার কুশান, মাস্ক এবং স্যানিটাইজার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen