সংসদ টিভিকেও সেন্সার করে চলছে বিরোধীদের কণ্ঠরোধ, সত্যি হল তৃণমূলের অভিযোগ

কদিন আগেই সংসদের অন্দরে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদমাধ্যমের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য নির্দেশিকা জারি করেছিল বিজেপি সরকার।

December 8, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

গণতন্ত্রের পীঠস্থানেই নেই গণতন্ত্র, সংসদের ভিতরেই সেন্সারের শিকার হচ্ছেন বিরোধীপক্ষের সাংসদেরা।সত্যি হল তৃণমূলের লঅভিযোগ। বিজেপি সরকারের শাসনকালে দেশে গণতন্ত্রের পরিসর ক্রমশ কমে আসছে। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের সাংসদ, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকারেই হস্তক্ষেপ করছে বিজেপি সরকার। গণতন্ত্রের মন্দির, পার্লামেন্টের অভ্যন্তরেও বিরোধীদের কণ্ঠস্বরকে দামিয়ে রাখা হচ্ছে, দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস তরফে এই অভিযোগ করা হচ্ছিল। এবার তা সত্য প্রমাণিত হল। সংসদকক্ষের মধ্যেই রাজ্যসভার মাননীয় চেয়ারম্যানের কথায় কার্যত নিশ্চিত হয়ে গেল যে, সংসদ টিভিকেও সেন্সার করা হচ্ছে। বিরোধী সাংসদের যাবতীয় বিদ্রোহ-প্রতিবাদ কিছুই সম্প্রচার করা হচ্ছে না। বলাইবাহুল্য এই পুরো ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি সরকার। ওয়েলে নেমে বিক্ষোভকারী সাংসদের উদ্দেশ্যে রাজ্যসভার চেয়ারম্যান বলেন, ‘আপনাদের কথা কেউ শুনতেও পাচ্ছে না, আপনাদের দেখাও যাচ্ছে না। তাও কেন সময় ও শক্তির অপচয় কারছেন?’

প্রসঙ্গত উল্লেখ্য, কদিন আগেই সংসদের অন্দরে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদমাধ্যমের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য নির্দেশিকা জারি করেছিল বিজেপি সরকার। তখনই প্রতিবাদে সরব হয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সাংবাদমাধ্যমের পাশে থাকার বার্তা দিয়ে তৃণমূল ফের  সাংবাদমাধ্যমের সাংবাদ সংগ্রহের জন্য পার্লামেন্টকে উন্মুক্ত করার দাবি জানিয়েছিল।



দিল্লি প্রেসক্লাবের সভাপতির হাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের থাকার বার্তা পৌঁছে দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ন। ঐ দিনই তৃণমূলের তরফে একটি সাংবাদিকদ সম্মেলন করা হয়েছিল। সেখানেই দাবি করা হয় যে, বিরোধী সাংসদেরা সেন্সরের শিকার হচ্ছেন। অধিবেশন চলাকালীন কেবল নির্দিষ্ট কিছুই জিনিসেরই সম্প্রচার করা হচ্ছে। কেবলমাত্র সরকারের প্রতিনিধিদের বক্তব্য দেখানো হচ্ছে। সচেতন ভাবেই বিরোধীদের ভূমিকা প্রতিবাদ বিক্ষোভ এড়িয়ে যাওয়া হচ্ছে, সেসব কিছুই সম্প্রচারিত হচ্ছে না। ইচ্ছাকৃতভাবেই এই কাজ করছে বিজেপি কারণ বিরোধীদের প্রশ্নের কোন জবাব নেই সরকারের কাছে। সংসদ প্রশ্ন করার জায়গা, কিন্তু মানুষকে প্রশ্নের উত্তর দিতেই চায় না বিজেপি, সংসদে অধিবেশন চালাতেই চায়ই না বিজেপি এমনটাই দাবি করা হয় তৃণমূল তরফে। এদিনের ঘটনায় তৃণমূলের সেই অভিযোগই ফের একবার সত্যি প্রমাণিত হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen