ভোটার তালিকা সংশোধনের নামে ‘হয়রানি’! কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে সরব তৃণমূল

December 27, 2025 | 2 min read

Authored By:

Proteem Basak Proteem Basak

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৫: ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর (SIR) চলাকালীন সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। এই অভিযোগে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। শাসকদলের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির চাপে কাজ করছে এবং বেছে বেছে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে।

শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে তৃণমূলের (TMC) এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ডা. মানস রঞ্জন ভূইঞা, মলয় ঘটক, অরূপ বিশ্বাস এবং ডা. শশী পাঁজা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, কেন্দ্রীয় স্তরে এএসডিডি (ASDD) ক্যাটাগরির মাধ্যমে ইআরও নেট থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, যা স্থানীয় বা জেলা স্তরের সিদ্ধান্ত নয়। তাঁর আশঙ্কা, বিরোধীরা আগে যে ২ কোটি নাম বাদের ইঙ্গিত দিয়েছিল, এটি সেই চক্রান্তেরই অংশ। এছাড়া, শুনানির জন্য বয়স্ক ও দুর্বল মানুষদের ৩০-৪০ কিলোমিটার দূরে ডাকার যৌক্তিকতা এবং ডিইও (DEO)-র ভূমিকা উপেক্ষা করে ইআরও স্তরেই নাম বাতিলের প্রক্রিয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে, অরূপ বিশ্বাস কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে বলেন, “এটা নির্বাচন কমিশনের অফিস না কি বিজেপির কার্যালয়?” তিনি অবিলম্বে বাদ পড়া নামের তালিকা ও তার কারণ জনসমক্ষে প্রকাশের দাবি জানান। কমিশনের আধিকারিকরা প্রশ্নের উত্তর দিতে না পারায় কমিশনের স্বাধীনতা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটার তালিকা সংশোধনের দ্বিতীয় পর্যায়ের রি-ভেরিফিকেশন চলাকালীন বিপুল সংখ্যক ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই মানুষকে এই প্রক্রিয়ার মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের (Sabina Yasmin) পরিবারের একটি ঘটনা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। তৃণমূল নেতারা জানান, মন্ত্রীর মেয়ে বিদেশে পড়াশোনা করেন, অথচ তাঁকেও শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে নেতৃত্বের প্রশ্ন, সমস্ত তথ্য থাকা সত্ত্বেও কেন সাধারণ নাগরিক এবং জনপ্রতিনিধিদের পরিবারকে এভাবে হেনস্থা করা হচ্ছে?

তৃণমূলের অভিযোগ, রাজ্যের বিরোধী দল বিজেপির (BJP) নির্দেশেই কমিশন এভাবে কাজ করছে। প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে এই হয়রানি দল যে মুখ বুজে সহ্য করবে না, তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তাঁরা ঘোষণা করেছেন, মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে এই লড়াই চালিয়ে যাবে দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen