দৃষ্টিভঙ্গির খবরে সিলমোহর, ঘোষিত হল তৃণমূলের প্রার্থী তালিকা

October 20, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
‘আমার হাত তোমার হাতে/আমরা সবাই দিদির সাথে’ – অভিনব কর্মসূচি মহিলা তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দৃষ্টিভঙ্গির খবরে সিলমোহর, রবিবার দুপুরে রাজ্যের ৬টি কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কারা হলেন প্রার্থী?

নৈহাটি: সনৎ দে

হাড়োয়া: শেখ রবিউল ইসলাম

মেদিনীপুর: সুজয় হাজরা

তালড্যাংরা: ফাল্গুনী সিংহবাবু

মাদারিহাট: জয়প্রকাশ টোপ্পো

সিতাই: সঙ্গীতা রায়

নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট, সিতাই; ছয় কেন্দ্রের বিধায়করা সাংসদ নির্বাচিত হওয়ায় বিধায়ক পদ ছেড়েছেন। সেই কেন্দ্রগুলিতে উপনির্বাচন হতে চলেছে। উল্লেখ্য, রাজ্যের শেষ উপনির্বাচনে চার কেন্দ্রের চারটিতেই জোড়াফুল ফুটেছিল। তারপর রাজ্য রাজনীতির গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। আরজি করের মতো ইস্যুতে গোটা রাজ্য উত্তাল হয়েছে। আদৌ তার প্রভাব পড়বে ভোট বাক্সে নাকি ফের ছক্কা হাঁকাবে জোড়াফুল?

আরও পড়ুন: আজই উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করবে তৃণমূল?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen