বাংলায় সফররত বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডাকে মিথ্যেবাদী বলল তৃণমূল

সোমবার রাতে দু’দিনের সফরে রাজ্যে এসেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

June 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সোমবার রাতে দু’দিনের সফরে রাজ্যে এসেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মঙ্গলবার কলকাতায় দলীয় এক কর্মসুচিতে বক্তব্য রাখতে গিয়ে নাড্ডা বলেন, তৃণমূল কংগ্রেস দলে কোনও নীতি, আদর্শ নেই। এখানে কেবলমাত্র আছে সিন্ডিকেট। এর পাশাপাশি নাড্ডা এদিন বলেন, সব আঞ্চলিক দলগুলিতে পরিবারতন্ত্র কায়েম হয়েছে।

নাড্ডার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায় এক বিবৃতিতে জানিয়েছেন, বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা একজন মিথ্যেবাদী। তিনি বুঝতে ভুল করছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বাংলার দশ কোটি মানুষের কাছে পরীক্ষিত একটি রাজনৈতিক দল। বাংলাকে বিভক্ত করার সমস্ত ধরনের পরিকল্পনা দিদি’র নেতৃত্বে বাংলার মানুষ সম্পূর্ণভাবে ব্যর্থ করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen