পোস্টাল ব্যালটেও জয়ের নিরিখে TMC-র চেয়ে পিছিয়ে BJP, তবে কী কাজে লাগল না DA আন্দোলন?

গোটা বাংলায় পদ্মপার্টির থেকে পোস্টাল ব্যালটে ৪,১০৪টি ভোট বেশি পেয়েছে ঘাসফুল শিবির।

June 6, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi
পোস্টাল ব্যালটেও পরাজিত বিজেপি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পোস্টাল ব্যালটেও পরাজিত বিজেপি! এবারের লোকসভা ভোটে বাংলার বেশিরভাগ কেন্দ্রে পোস্টাল ব্যালটের লড়াইয়ে এগিয়ে তৃণমূলের জয়ী প্রার্থীরা। কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক পোস্টাল ব্যালটে ৫,৬৬৮টি ভোট পেয়েছেন। সেখানে বিজেপির জয়ী প্রার্থী সৌমেন্দ্র অধিকারী পেয়েছেন ৫,২৮৯টি ভোট। নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে, পোস্টাল ব্যালটের নিরিখে তৃণমূলের ঝুলিতে গিয়েছে ১০৮,৪০৫টি ভোট। আর সেখানে বিজেপির ভোটের সংখ্যা হল ১০৪,৩০১। অর্থাৎ গোটা বাংলায় পদ্মপার্টির থেকে পোস্টাল ব্যালটে ৪,১০৪টি ভোট বেশি পেয়েছে ঘাসফুল শিবির।

এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মহার্ঘ ভাতা (DA) নিয়ে আন্দোলন চললেও আদতে কি মমতা সরকারের উপরেই আস্থা রেখেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা? রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এক নেতার মতে দেশের অন্যান্য রাজ্যের মতো পেনশন বন্ধ হয়ে যায়নি। তাঁরা পেনশন পান। তাছাড়া বহু কাজ এখন অনলাইনে হওয়ায় তাঁদের কাজের চাপও অনেক কমে গিয়েছে।

একনজরে দেখে নিন কোন কোন কেন্দ্রে পোস্টাল ব্যালটে জয়ী তৃণমূল

  • ১. উলুবেড়িয়া– তৃণমূল- ২০৩৬, বিজেপি- ১৩৩৮, কংগ্রেস- ২৮৫
  • ৩. শ্রীরামপুর– তৃণমূল- ২১০৫, বিজেপি- ১৪২০, সিপিএম- ১০১৫
  • ৪. মথুরাপুর– তৃণমূল- ৩২৪৫, বিজেপি- ১৮৪৬, সিপিএম- ৩২২
  • কলকাতা উত্তর– তৃণমূল- ১৫১৯, বিজেপি- ৮৬৮, কংগ্রেস- ৪২৬
  • কলকাতা দক্ষিণ– তৃণমূল- ২৫৪৯, বিজেপি- ১৫৮৪, সিপিএম- ৭৬০
  • কাঁথি– তৃণমূল- ৫৬৬৮, বিজেপি- ৫২৮৯, কংগ্রেস- ৩৮৯
  • জয়নগর– তৃণমূল- ৩২৫৯, বিজেপি- ১৫৪৭, আরএসপি- ১৮৬
  • ঝাড়গ্রাম– তৃণমূল- ৩৩৪৬, বিজেপি- ২৮৪৭, সিপিএম- ৪৫২
  • ১০ জঙ্গিপুর– তৃণমূল- ৯৭৮, বিজেপি- ৯৪৬, কংগ্রেস- ৬৮৫
  • ১১ যাদবপুর– তৃণমূল- ৩৮৫০, বিজেপি- ২৩৯১, সিপিএম- ১৭৬১
  • ১২ হাওড়া– তৃণমূল- ১২৬৪, বিজেপি- ১০৫৫, সিপিএম- ৫২২
  • ১৩ হুগলি- তৃণমূল- ২৬২৪, বিজেপি- ২০২৪, সিপিএম- ৬৬৯
  • ১৪ ঘাটাল– তৃণমূল- ৩৪৩২, বিজেপি- ৩০২৪, সিপিএম- ৫০৯
  • ১৫ ডায়মন্ড হারবার– তৃণমূল- ৪৭৩৭, বিজেপি- ১২৩২, সিপিএম- ৪৪৬
  • ১৬ বোলপুর– তৃণমূল- ৪৪২৯, বিজেপি- ২৯১৭, সিপিএম- ৫৬৪
  • ১৭ বিষ্ণুপুর– তৃণমূল- ৩৪১৫, বিজেপি- ২৮১০, সিপিএম- ৫১৬
  • ১৮ বীরভূম– তৃণমূল- ২৯৮৯, বিজেপি- ২৫৫০, কংগ্রেস- ৬৮৮
  • ১৯ বসিরহাট- তৃণমূল- ২২২০, বিজেপি- ১৬২২, সিপিএম- ২৮৮
  • ২০ ব্যারাকপুর– তৃণমূল- ১৭৪৫, বিজেপি- ১৬০৯, সিপিএম- ৫২৬
  • ২১ বর্ধমান- দুর্গাপুর– তৃণমূল- ৩৫৮৯, বিজেপি- ৩০৭৭, সিপিএম- ৯৭৮
  • ২২ বর্ধমান পূর্ব– তৃণমূল- ২৪২১, বিজেপি- ১৭৮৭, সিপিএম- ৫৪১
  • ২৩ বারাসত– তৃণমূল- ২৪৯৭, বিজেপি- ১৭৯৭, এআইএফবি- ৫৪৪
  • ২৪ বাঁকুড়া- তৃণমূল- ৪৩৪৮, বিজেপি- ৪১৯৯, সিপিএম- ৮২৫
  • ২৫ আসানসোল– তৃণমূল- ২৫৪০, বিজেপি- ২০০৪, সিপিএম- ৫১০
  • ২৬ দমদম– তৃণমূল- ২২৯০, বিজেপি- ১৭৮১, সিপিএম- ১৩৬৬

একনজরে দেখে নিন কোন কোন কেন্দ্রে পোস্টাল ব্যালটে জয়ী বিজেপি

  • মুর্শিদাবাদ- তৃণমূল- ৭৬৮, বিজেপি- ১০১৮, সিপিএম- ৪৯৪
  • মেদিনীপুর– তৃণমূল- ২৬৩০, বিজেপি- ৩৬৭৩, সিপিএম- ৪৪০
  • মালদহ দক্ষিণ- তৃণমূল- ১২০১, বিজেপি- ২৪৯৬, কংগ্রেস- ১৪২৯
  • জলপাইগুড়ি– তৃণমূল- ২৩৭৯, বিজেপি- ৩৩৩২, সিপিএম- ৪৬৩
  • দার্জিলিং– তৃণমূল- ২০১৭, বিজেপি- ৪০০৭, কংগ্রেস- ৭৭৭
  • বনগাঁ– তৃণমূল- ২১৮৯, বিজেপি- ২৫৫৩, কংগ্রেস- ৩১৭
  • আলিপুরদুয়ার- তৃণমূল- ২৩৮১, বিজেপি- ৩৭৮১, আরএসপি- ২৮৫
  • তমলুক- তৃণমূল- ৩৮৯৬, বিজেপি- ৪৪০১, সিপিএম- ৬১৫
  • বালুরঘাট- তৃণমূল- ১৩৫৮, বিজেপি- ২০৭১, আরএসপি- ১৩৬
  • ১০ রায়গঞ্জ– তৃণমূল- ১৫৫০, বিজেপি- ২২৫৩, কংগ্রেস- ৫৭৯
  • ১১ পুরুলিয়া– তৃণমূল- ২০৮৫, বিজেপি- ২২৮৫, কংগ্রেস- ৫৯২
  • ১২ মালদহ উত্তর– তৃণমূল- ১০৮১, বিজেপি- ১৯১৪, কংগ্রেস- ৭০১
  • ১৩ কৃষ্ণনগর- তৃণমূল- ৪০৭৮, বিজেপি- ৪৪৫৭, সিপিএম- ১১৩৮
  • ১৪ কোচবিহার- তৃণমূল- ২৬২৮, বিজেপি- ৩৯৮১, এআইএফবি- ২৭৫
  • ১৫ বহরমপুর- তৃণমূল- ৮৮৬, বিজেপি- ১৫১৫, কংগ্রেস- ১৩২৩
  • ১৬ রানাঘাট– তৃণমূল- ৩২২১, বিজেপি- ৪৩৫০, সিপিএম- ৮৪০

প্রসঙ্গত, শুধুমাত্র সরকারি কর্মচারীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন না, ৮৫ বছরে ঊর্ধ্বে বয়স্ক ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেন। ফলে সরকারি কর্মচারীদের সঙ্গে তাঁদের ভোটও যুক্ত হয় পোস্টাল ব্যালটে। এহেন পরিস্থিতিতে ঠিক কতজন রাজ্য সরকারি কর্মচারী ঘসফুলকে ভোট দিয়েছেন, কতজন পদ্মফুলকে ভোট দিয়েছেন, সেটা স্পষ্ট কিছু বলা যায় না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen