মোদীর মিথ্যাচার বনাম দিদির কাজের খতিয়ান, আলিপুরদুয়ারে বুথে বুথে প্রচারে তৃণমূল
মমতার উন্নয়নের তথ্য লিফলেট আকারে বুথে বুথে প্রচার করবে তৃণমূল। বাংলা, ইংরেজি, হিন্দি ও নেপালি ভাষায় লিফলেট ছাপিয়ে প্রচার চলবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫১: আলিপুরদুয়ার জেলায় বিজেপির বিরুদ্ধে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। পথসভা, সমাবেশ, বুথ বুথে লিফলেট বিলির মতো কর্মসূচির মাধ্যমে আলিপুরদুয়ার জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরবে তৃণমূল।
গত সপ্তাহে আলিপুরদুয়ারে সভা করেন মোদী। সেই সভা থেকে বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান মোদী। তার জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আলিপুরদুয়ার জেলাজুড়ে রাজ্য সরকারের নেতৃত্বে কী কী উন্নয়মূলক কাজ হয়েছে, তার বিস্তারিত তথ্য দেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আলিপুরদুয়ার জেলাজুড়ে প্রচার কর্মসূচি নিয়েছে তৃণমূল। মমতার উন্নয়নের তথ্য লিফলেট আকারে বুথে বুথে প্রচার করবে তৃণমূল। বাংলা, ইংরেজি, হিন্দি ও নেপালি ভাষায় লিফলেট ছাপিয়ে প্রচার চলবে।
আলিপুরদুয়ার জেলাজুড়ে পথসভা, সমাবেশ এবং বুথস্তরে বৈঠকের কর্মসূচি নিয়েছে বাংলার শাসক দল। রাজবংশী এবং কামতাপুরী ভাষাকে স্বীকৃতি, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি চালু, রাজবংশী স্কুল স্থাপন এবং আলিপুরদুয়ারের সংস্কৃতিকে তুলে ধরা হবে। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে সভা করে মিথ্যাচার করে গিয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে খতিয়ান দিয়েছেন, সেটা জেলার সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। বুথস্তর পর্যন্ত কর্মসূচি নেওয়া হয়েছে। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই আলিপুরদুয়ার যেতে পারেন মমতা। আলিপুরদুয়ারে তাঁর একটি সভার করার কথাও রয়েছে।