প্রচারে মেদিনীপুর লোকসভা চষে ফেলছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া
এগরা-১ ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতের আলংগিরি গোকুলানন্দ জিউয়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন জুন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। প্রচারে কোনওরকম খামতি রাখছেন না জুন। শনিবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া (June Malia) এগরা বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার করলেন। প্রার্থী হওয়ার পর এগরায় দ্বিতীয়বারের জন্য প্রচার চালালেন জুন। এগরা-১ ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতের আলংগিরি গোকুলানন্দ জিউয়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন জুন।
আলংগিরি বাজারে নির্বাচনী সভায় যোগ দেন প্রার্থী। এলাকায় জনসংযোগ সারেন। তারপর মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের বালিঘাইতে নিগমানন্দ ভবনে নির্বাচনী সভায় যোগ দেন। এগরা শহরে তৃণমূলের সভাতেও যোগ দেন প্রার্থী। বালিঘাই ও এগরা শহরে বুথ সভাপতি, নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন জুন। এগরার বিধায়ক তরুণকুমার মাইতি, ব্লক তৃণমূল (TMC) সভাপতি বিজনবিহারী সাউ-সহ তৃণমূলের অন্যান্য নেতারা জুনের সঙ্গে ছিলেন। প্রতিটি সভা থেকে এগরা বিধানসভায় জুনকে লিড দেওয়ার প্রতিশ্রুতি দেয় তৃণমূল নেতৃত্ব।