গোয়ায় পঞ্চায়েত নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী
গোয়ায় পঞ্চায়েত নির্বাচনে খাতা খুলল তৃণমূল কংগ্রেস।
August 13, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গোয়ায় পঞ্চায়েত নির্বাচনে খাতা খুলল তৃণমূল কংগ্রেস। মাত্র কয়েক মাসের তৃণমূল ছাপ ফেলতে শুরু করেছে ভারতের দক্ষিণ-পশ্চিম তটের এই রাজ্যে। দক্ষিণ গোয়া জেলার নেত্রাবলী থেকে জিতেছেন রাজ্য তৃণমূলের নেত্রী রাখি নায়েক।
গোয়ার ১৮৬টি পঞ্চায়েতে নির্বাচন হয়েছে। ১০ আগস্ট রাজ্যের উত্তর গোয়া জেলার ৯৭টি ও দক্ষিণ গোয়া জেলার ৮৯টি গ্রাম পঞ্চায়েতের মোট ১,৪৬৪টি আসনে ভোট হয়েছিল। ভোট পড়েছিল ৭৯ শতাংশ শুক্রবার থেকে গণনা শুরু হয়। তার আগেই উত্তর গোয়ায় ৪১ জন এবং দক্ষিণ গোয়ায় ২৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন।