‘‘উনি এখনও আছেন রাজনীতিতে?” মিঠুনকে কটাক্ষ তৃণমূল প্রার্থী শত্রুঘ্নর

রুপোলি পর্দায় বহু চলচ্চিত্রে সহ-তারকা হিসাবে কাজ করেছেন শত্রুঘ্ন সিন্‌হা এবং মিঠুন চক্রবর্তী

April 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রুপোলি পর্দায় বহু চলচ্চিত্রে সহ-তারকা হিসাবে কাজ করেছেন শত্রুঘ্ন সিন্‌হা এবং মিঠুন চক্রবর্তী। আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে দুই তারকা আবারও ‘মুখোমুখি’। আসানসোলে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন। আবার সেই আসানসোলেই বিজেপি প্রার্থী তথা ‘বোন’ অগ্নিমিত্রা পালের হয়ে ভোটে চেয়ে ভিডিয়ো বার্তা দিয়েছেন ‘দাদা’ মিঠুন। সহ-তারকার সেই ভোট-আবেদন সপাটে উড়িয়ে দিয়েছেন শত্রুঘ্ন।

আসানসোল লোকসভার উপনির্বাচনে প্রচারে নামার কথা ছিল মিঠুনের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রচার থেকে দূরে রয়েছেন ‘মহাগুরু’। তবে ভিডিয়ো বার্তার মাধ্যমে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার হয়ে ভোট চেয়েছেন তিনি। তাঁর বার্তা, ‘‘আমায় ভালবেসে থাকলে, আমার এই কথাটা রাখুন। অগ্নিকে জেতান।’’ তা নিয়ে রবিবার আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্নের সহাস্য কটাক্ষ, ‘‘মিঠুন! এখনও আছেন উনি রাজনীতিতে? আমি শুভেচ্ছা জানাচ্ছি ওঁকে।’’

অগ্নিমিত্রার আক্রমণের জবাব দিতে গিয়ে রবিবার শত্রুঘ্ন আরও বলেন, ‘‘আমি ওঁর দলে অনেক দিন ছিলাম। আমি জানি, ওই দলে আগে গণতন্ত্র ছিল। অটলবিহারী বাজপেয়ী ছিলেন পিতৃতূল্য। আমি দল ছেড়ে চলে এসেছি কারণ, ওখানে দমবন্ধ করা পরিবেশ। মমতা’দিকে আমি ভালবাসি। আমি অগ্নিমিত্রাকে শুভেচ্ছা জানাই।’’

‘দাদা’কে তৃণমূল প্রার্থীর কটাক্ষ নিয়ে ক্ষিপ্ত ‘বোন’ অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, ‘‘শত্রুঘ্ন সিন্‌হা তৃণমূলের সংস্কৃতি এত তাড়াতাড়ি রপ্ত করে নিয়েছেন দেখে খুব ভাল লাগল। বিজেপি-র মানুষকে ছোট করা, অবজ্ঞা করা, এগুলি তাড়াতাড়ি রপ্ত করেছেন দেখে ভাল লাগছে। আপনাকে শুভেচ্ছা জানাই। মিঠুন’দাকে অবজ্ঞা করছেন অথচ বগটুই নিয়ে কিছু বলছেন না। মালদহ গণধর্ষণ নিয়ে কিছু বলছেন না। উনিও তো কন্যাসন্তানের পিতা।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen