মেঘালয়ের তুরা আসনে তৃণমূলের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই জেনিথ সাংমা
আসন্ন ২০২৪-এর নির্বাচনে মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলে তুরা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন জেনিথ সাংমা
March 13, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আসন্ন ২০২৪-এর নির্বাচনে মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলে তুরা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন জেনিথ সাংমা (zenith sangma)। তিনি আবার সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার (Mukul Sangma) ভাই। মঙ্গলবার তৃণমূলের X-হ্যান্ডেল এ কথা জানানো হয়েছে। জ়েনিথ সাংমা গারো একজন প্রাক্তন বিধায়ক।