রায়গঞ্জ থেকে কালীগঞ্জ, একের পর এক উপনির্বাচনে তৃণমূলের জয়! তথ্য বলছে বাংলার আস্থা মমতাতেই
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চাকরি বাতিল, আরজি কর, মুর্শিদাবাদ, মহেশতলার মতো ইস্যু কোনও দাগ কাটতে পারেনি ভোটারদের মনে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২১: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে ‘অ্যাসিড টেস্ট’ কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের জয় প্রমাণ করে দিয়েছে বাংলা আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। তৃণমূলের গড়ে এক ইঞ্চিও ফাটল ধরাতে পারেনি বিরোধীরা। রেকর্ড ব্যবধানে জিতে নজির গড়েছেন কালীগঞ্জ উপনির্বাচনের তৃণমূল প্রার্থী। ২০২৪ সালের লোকসভা ভোটের পর বাংলায় হওয়া ১১টি উপনির্বাচনে গোহারা হেরেছে বিজেপি ও অন্যান্য বিরোধীরা। এক টানা ১১টি উপনির্বাচন জিতে নতুন রেকর্ড করেছে তৃণমূল।
বিগত বছর জুলাই থেকে তৃণমূল একে একে জিতেছে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা, মাদারিহাট, মানিকতলা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা ও কালীগঞ্জ উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মাদারিহাটের মতো বিজেপির দখলে থাকা আসন ছিনিয়ে নিয়েছে ঘাসফুল শিবির। এমনকী এই চার বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখেও এগিয়ে ছিল বিজেপি। উপনির্বাচনে তৃণমূল সেই ব্যবধান পেরিয়ে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছে।

- ২০২৪-র লোকসভা নির্বাচনের নিরিখে রায়গঞ্জ বিধানসভা আসনে ৪৬,৭৩৯ ভোটে এগিয়ে ছিল বিজেপি। উপনির্বাচনে রায়গঞ্জ আসনটি তৃণমূল জেতে ৫০,০৭৭ ভোটের ব্যবধানে।
- ২০২৪-র লোকসভা নির্বাচনের নিরিখে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে ৩৬,৯৩৬ ভোটে এগিয়ে ছিল বিজেপি। উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ আসনটি তৃণমূল জিতে নেয় ৩৯,০৪৮ ভোটের ব্যবধানে।
- বাগদা বিধানসভায় ২০২৪-র লোকসভা নির্বাচনের বিজেপি এগিয়ে ছিল ২০,৬১৪ ভোটে। উপনির্বাচনে তৃণমূল বাগদায় জয়ী হয় ৩৩,৪৫৫ ভোটের মার্জিনে।
- বিজেপি মাদারিহাটে চব্বিশের লোকসভা ভোটে ১১,০৬৩ ভোটে এগিয়ে ছিল। উপ ভোটে ২৮,১৬৮ ভোটের ব্যবধানে আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল।
- মানিকতলায় বিগত লোকসভা ভোটে তৃণমূলের লিড ছিল ৩,৫৭৫। উপনির্বাচনে তৃণমূলের লিড বেড়ে হয় ৬২,৩১২।
- সিতাইয়ে লোকসভা ভোটে তৃণমূলের লিড ছিল ২৮,৩৭৭। উপনির্বাচনে তৃণমূলের লিড বেড়ে হয় ১,৩০,৬৩৬। নৈহাটি লোকসভা ভোটে তৃণমূলের লিড ছিল ১৫,৫১৮। উপনির্বাচনে তৃণমূলের লিড বেড়ে হয় ৪৯,২৭৭।
- হাড়োয়ায় লোকসভা ভোটে তৃণমূলের লিড ছিল ১,১০,৯৯১। উপনির্বাচনে তৃণমূলের লিড বেড়ে হয় ১,৩১,৩৮৮। মেদিনীপুরে লোকসভা ভোটে তৃণমূলের লিড ছিল ২,১৭০। উপনির্বাচনে তৃণমূলের লিড বেড়ে হয় ৩৩,৯৯৬। তালডাংরায় লোকসভা ভোটে তৃণমূলের লিড ছিল ৮,৪৮৩। উপনির্বাচনে তৃণমূলের লিড বেড়ে হয় ৩৪,০৮২। কালীগঞ্জে লোকসভা ভোটে তৃণমূলের লিড ছিল ৩০,৮৬৩। উপনির্বাচনে তৃণমূলের লিড বেড়ে হয় ৫০,০৪৯।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এহেন পরিসংখ্যান তৃণমূলকে বাড়তি অক্সিজেন দেবে। পাশাপাশি দেখা যাচ্ছে, বিরোধীদের একের পর এক অস্ত্র কার্যত ভোঁতা হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে।
ক্রমে প্রাসঙ্গিকতা হারাচ্ছে বিজেপি। ক্ষয় হতে হতে বাম ও কংগ্রেস বিগত কয়েকটি ভোটে বাংলার মাটিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। ফলে কিছুটা এগিয়ে থেকেই আগামী বছর নীল বাড়ি দখলের লড়াইয়ে নামবে তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চাকরি বাতিল, আরজি কর, মুর্শিদাবাদ, মহেশতলার মতো ইস্যু কোনও দাগ কাটতে পারেনি ভোটারদের মনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের আস্থা এখনও অটুট রয়েছে।