Guajarat Bridge Collasped: সেতু ভেঙে পড়তেই মোদীর লব্জে খোঁচা দিল তৃণমূল
রাজ্যকে (পশ্চিমবঙ্গ) বাঁচাতেই ভগবান বার্তা পাঠিয়েছেন, আজ সেতু ভেঙে পড়েছে। তো কাল উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) গোটা রাজ্যকে শেষ করে দেবেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৮ : বুধবার সকালে ভারী বর্ষণের জেরে মোদী রাজ্য গুজরাতে ভেঙে পড়ল আনন্দ ও বরোদা (Vadodara) জেলার সংযোগকারী গম্ভীরা সেতু (Gambhira Bridge)। সেতু বিপর্যয়ের জেরে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মোরবির (Morbi) সেতু দুর্ঘটনার ক্ষত এখনও শুকায়নি। গুজরাতে একের পর এক ব্রিজ দুর্ঘটনায় প্রশ্ন উঠছে, বিজেপির ডাবল ইঞ্জিন সরকার কি ডাহা ফেল করেছে? তৃণমূল মোদীর লব্জেই তাঁকে উত্তর দিল।
২০১৬ সালের মার্চে বিধানসভা নির্বাচনের আবহে কলকাতার বড়বাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বিবেকানন্দ রোড উড়ালপুল। ভোটের বাজারে বিজেপি ঝাঁপিয়ে পড়ে সেই ইস্যু নিয়ে। খোদ মোদীও নামেন আসরে। মমতা সরকারের ‘দুর্নীতি’র ফল বলে ব্রিজ ভেঙে পড়াকে দাগিয়ে দেন মোদী। মোদী বলেছিলেন, সেতু ভেঙে পড়েছে। এটা নিয়তির বিধান ছিল না, বরং দুর্নীতির ফসল। রাজ্যকে (পশ্চিমবঙ্গ) বাঁচাতেই ভগবান বার্তা পাঠিয়েছেন, আজ সেতু ভেঙে পড়েছে। তো কাল উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) গোটা রাজ্যকে শেষ করে দেবেন।
৯ জুলাই, গুজরাতের গম্ভীরা সেতু ভেঙে পড়তেই মোদীর বিরুদ্ধে মোদী ভাষাকে হাতিয়ার করল তৃণমূল। মোদীর সেই কথা নিয়ে খোঁচা দিয়ে তৃণমূল লিখেছে, “গুজরাতে আবারও একটি সেতু ভেঙে পড়ে অনেকগুলি প্রাণহানি ঘটল। মোরবি সেতু থেকে বরোদা। বিজেপি মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আপনিই বলুন আর কতগুলি মর্মান্তিক দুর্ঘটনার পর জবাব মিলবে?”
তৃণমূল আরও লিখছে, “মোদী নিজেকে যাতে চ্যাম্পিয়ন বলে মনে করেন, এটাই কি সেই ‘গুজরাত মডেল’? যা নিয়ে আপনারা সকলে ঢাক পিটিয়ে বেড়ান। এটাকেও নিয়তির বিধান (AN ACT OF FRAUD) বলে আপনারা পাশ কাটিয়ে যাবেন! অথবা শেষমেশ স্বীকার করে নেবেন যে, এটাও আপনাদের দুর্নীতির আর একটি নিদর্শন!”