ভোটার তালিকা নিয়ে সরব তৃণমূল, ৩১ ডিসেম্বর অভিষেকের নেতৃত্বে কমিশনে দরবার ১০ সদস্যের প্রতিনিধি দলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৫: বাংলার গণ্ডি পেরিয়ে দিল্লিতে ফের SIR বিরোধী আন্দোলন। পশ্চিমবঙ্গে SIR নিয়ে আলোচনার জন্য আগামী ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার দলীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Chief Election Commissioner Gyanesh Kumar) সঙ্গে দেখা করবে তৃণমূলের ১০ সদস্যের এক প্রতিনিধি দল।
সূত্রের খবর, এই প্রতিনিধি দলে থাকবেন লোকসভায় দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং রাজ্যসভায় দলের নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। রাজ্যে শুরু হয়েছে এসআইআর-এর শুনানি পর্ব। এর মধ্যেই শনিবার নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের দেওয়া তথ্যের ভিত্তিতে ১ কোটি ৩৬ লক্ষ মানুষের নাম নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে, তার স্পষ্ট জবাব এবং পূর্ণাঙ্গ তালিকা দাবি করেছেন তিনি। দাবি না মানা হলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নির্বাচন কমিশনকে কার্যত একহাত নিয়ে প্রশ্ন তোলেন, ৫৮ লক্ষ ২০ হাজার নামের মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা, তার তালিকা প্রকাশ করতে হবে। কমিশনের ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ বা অসঙ্গতির তত্ত্ব নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, “লজিক্যাল ডিসক্রিপ্যান্সি আছে বলে একটা লিস্ট ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তার কোনও প্রমাণ নেই। ১ কোটি ৩৬ লাখ মানুষের নামের পদবিতে গোলমাল আছে বলছিলেন।”
কমিশনের কাজের গতি ও বিশ্বাসযোগ্যতা নিয়েও কটাক্ষ করেছেন অভিষেক। তিনি বলেন, ”১৬ ডিসেম্বর, ওইদিনই ওরা বলে দিল অসঙ্গতি রয়েছে। ওদের কাছে কোন জাদুকাঠি রয়েছে যে, ৮০ হাজার বিএলওকে দিয়ে সাত কোটি ডেটা একদিনে যাচাই করে দিল! অসঙ্গতির হিসাব দিয়ে দিল!”
উল্লেখ্য, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বেশ কিছুদিন ধরেই নির্বাচন কমিশনের এই বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। ৩১ ডিসেম্বরের বৈঠকে কমিশনের সামনে এই সমস্ত অভিযোগ, বিশেষ করে ভোটার তালিকা (Voter list) যাচাইয়ের পদ্ধতি এবং তাড়াহুড়ো নিয়ে তৃণমূল তাদের আশঙ্কা ও বক্তব্য বিস্তারিতভাবে পেশ করবে বলে মনে করা হচ্ছে।