ভার্চুয়াল সংসদীয় কমিটির বৈঠকের জন্য আবারও দাবি তৃণমূলের
গতবছর জুলাই মাসে এই অর্থে লোকসভা ও রাজ্যসভার অধ্যক্ষদের চিঠি দেয় তৃণমূল।
May 9, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ভার্চুয়াল সংসদীয় কমিটির বৈঠকের দাবি জানিয়ে রাজ্যসভা অধ্যক্ষ বেঙ্কাইয়া নাইডু ও লোকসভার অধ্যক্ষ ওম বিরলাকে তৃতীয়বারের জন্য চিঠি দিলো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষে চিঠি লেখেন রাজ্যসভায় তৃণমূলের সংসদীয় দলের নেতা ডেরেক ও’ব্রায়েন।


উল্লেখও, গতবছর জুলাই মাসে এই অর্থে লোকসভা ও রাজ্যসভার অধ্যক্ষদের চিঠি দেয় তৃণমূল। দ্বিতীয় চিঠি দেওয়া হয় ২০২০র আগস্ট মাসে।
দেশের কোভিড পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে, বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার যখন সবাইকে বাড়ি থেকে কাজ করতে বলছে, তখনই এই যুক্তিসম্মত দাবি জানালো তৃণমূল কংগ্রেস।