‘গান্ধীজিকে দ্বিতীয়বার হত্যা করা হলো’, ‘VB-G RAM G’ বিল নিয়ে রাজ্যসভায় সরব তৃণমূল
![]()
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:২০: মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মনরেগা (MGNREGA)-র বদলে নতুন বিল আনা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। বৃহস্পতিবার ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বিল ২০২৫’ (Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) Bill, 2025) নিয়ে রাজ্যসভায় আলোচনার পদ্ধতিকে তিনি সংসদের সঙ্গে ‘প্রহসন’ বলে অভিহিত করেছেন।
VB-G RAM G-এর তীব্র বিরোধিতা করে তিনি এই বিল পাশ করানোর ঘটনাকে মহাত্মা গান্ধীর ‘দ্বিতীয় হত্যা’ বলে অভিহিত করেছেন।
সংসদে নিজের বক্তব্যের শেষ পর্যায়ে ডেরেক ও’ব্রায়েন এক আবেগময় এবং কড়া বার্তা দেন। তিনি ১৯৪৮ সালে নাথুরাম গডসের গুলিতে মহাত্মা গান্ধীর মৃত্যু এবং ২০২৫ সালে মাত্র তিন দিনের মধ্যে সংসদে এই নতুন বিল পাশ করানোর মধ্যে এক ভয়ঙ্কর সামঞ্জস্য টানেন।
সাংসদ বলেন, “১৯৪৮ সালে মহাত্মা গান্ধীর বুকে তিনটি গুলি বিঁধেছিল, আর ২০২৫ সালে সংসদে এই বিল পাশ করাতে সময় লাগল মাত্র তিন দিন। তিনটি গুলি, তিনটি রাত… এটি আসলে এক অভিশপ্ত রাত, কারণ আজ মহাত্মা করমচাঁদ গান্ধীকে দ্বিতীয়বার হত্যা করা হলো।”
ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেন, নতুন এই বিলের মাধ্যমে মনরেগার তিনটি মূল স্তম্ভ- কাজের নিশ্চয়তা (guarantee), জীবিকা (livelihood) এবং নিরাপত্তা (security) ভেঙে ফেলা হয়েছে। তাঁর মতে, কাজের অধিকারকে একটি ‘গ্যারান্টি’ থেকে সরিয়ে কেন্দ্রের দয়ায় (central dole) পরিণত করা হয়েছে।
এর আগে সাংসদ অভিযোগ করেন যে, মোদী-শাহ সরকার সংসদীয় নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে জোর করে এই বিলটি পাশ করাতে চাইছে। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “এই বিলের ওপর বিতর্ক রাজ্যসভায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হতে চলেছে এবং তা শুক্রবার রাত অন্তত ২টো পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে।” তিনি এই প্রক্রিয়াকে সংসদের অবমাননা এবং ‘মকারি’ (mockery) বলে দাগিয়ে দেন।
তৃণমূল নেতার অভিযোগ, সরকার তড়িঘড়ি করে এবং বিরোধীদের কথা বলার পর্যাপ্ত সুযোগ না দিয়েই গুরুত্বপূর্ণ এই বিলটি পাশ করিয়ে নিতে চাইছে। এর আগে বৃহস্পতিবার সকালেই লোকসভায় এই বিলটি পাশ হয়ে যায়।
উল্লেখ্য, এই নতুন বিলটির মাধ্যমে পুরনো মনরেগা আইনকে বদলে ফেলা হচ্ছে। বিরোধীদের দাবি, সরকার মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার এবং গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের মূল উদ্দেশ্যকে লঘু করার চেষ্টা করছে। ডেরেক ও’ব্রায়েন সহ বিরোধী নেতারা এই বিলের তীব্র বিরোধিতা করে আসছেন এবং সরকারের এই পদক্ষেপকে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরোধী বলে আখ্যা দিয়েছেন।