ঝাড়খণ্ডেও সংগঠন বিস্তার করছে তৃণমূল

সেদিন টাটানগরে প্রায় ৩০০ জন রাজনৈতিক কর্মী বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে নাম লেখান জোড়াফুলে।

August 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলায় নির্বাচনে হ্যাটট্রিকের পর তৃণমূল এখন জোর দিয়েছে ভিন রাজ্যের সংগঠন গড়ে তুলতে এবং বাড়াতে।  দেখা যাচ্ছে, তারা বিশেষভাবে নজর দিয়েছে ত্রিপুরায়। পাশাপাশি দেশের অন্য রাজ্যগুলিতেও শক্তিবৃদ্ধি হচ্ছে জোড়াফুলের। অসমের সুস্মিতা দেব কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁকে নিয়েও অসমে তৃণমূলের সংগঠন শক্তিশালী হচ্ছে। এছাড়াও উত্তরপ্রদেশ, গুজরাতের একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিস তৈরি, সংগঠন শক্তিশালী করতে ঝাঁপিয়ে পড়েছেন জোড়াফুল শিবিরের নেতারা। এই প্রেক্ষাপটেই দেখা গেল ঝাড়খণ্ডেও দলকে শক্তিশালী করা হচ্ছে। ইতিমধ্যে সেখানে ‘খেলা হবে দিবস’-এর দিন কর্মসূচি পালন করা হয়। সেদিন টাটানগরে প্রায় ৩০০ জন রাজনৈতিক কর্মী বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে নাম লেখান জোড়াফুলে।

এরপর বুধবার চাইবাসা বিধানসভা এলাকায় কয়েক হাজার মানুষ জেএমম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বলে দাবি। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, নরেন্দ্র মোদির বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেখানে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন। তৃণমূল কংগ্রেসের পাশে এসে দাঁড়াচ্ছেন। দেশের বিভিন্ন রাজ্যে শক্তিশালী হচ্ছে তৃণমূল। এদিন ঝাড়খণ্ডে যোগদান পর্বে উপস্থিত ছিলেন সঞ্জয় সরকার। তিনি জানিয়েছেন, দেশের মানুষ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থাশীল। ঝাড়খণ্ডের মানুষও তৃণমূলের প্রতি সমর্থনের হাত বাড়াচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen