ত্রিপুরায় সভার অনুমতি না মেলার পর আজ সাংবাদিক বৈঠক অভিষেকের

আজ আগরতলায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

November 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

জঙ্গলের রাজত্ব ত্রিপুরায়। আক্রান্ত তৃণমূল কর্মীরা। গ্রেপ্তার যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। থানায় ঢুকে হামলা। রক্ত ঝরছে আগরতলার মাটিতে। কাজেই আজ আগরতলায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অনুমতি থাকা সত্ত্বেও বাতিল করা হয়েছে তাঁর আগরতলার পূর্ব নির্ধারিত পদযাত্রা। কিন্তু আক্রান্ত দলীয় নেতা নেত্রী এবং কর্মীদের পাশে দাঁড়াতে আগরতলা আসছেন সাংসদ। অন্যদিকে দুপুর ১২টায় তৃণমূল কংগ্রেস আগরতলায় পথসভা করবে। প্রতিবাদে সোচ্চার হবে রবিবারের তান্ডব আর অন্যায় গ্রেপ্তারের বিরুদ্ধে। বিকেল তিনটেতে সাংবাদিকের মুখোমুখি হবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা ভোটের তিনদিন আগে তার সাংবাদিক বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে সংসদরা আজ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন। সবমিলিয়ে ত্রিপুরা জঙ্গল রাজত্বের বিরুদ্ধে দিল্লি থেকে আগরতলা সরব হবে তৃণমূল কংগ্রেস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen