জমে উঠেছে তালডাংরা বিধানসভা উপনির্বাচনের আসর, প্রচারে সব দলকে টেক্কা দিচ্ছে তৃণমূল

November 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জমে উঠেছে তালডাংরা বিধানসভা উপনির্বাচনের আসর। আগামী ১৩ নভেম্বর নির্বাচন৷ হাতে গোনা শেষ কয়েক ঘণ্টায় প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীরা৷ শেষ রবিবারের প্রচারে তালডাংরায় ঝড় তুলল সব দলই। এদিন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও সাংসদ শতাব্দী রায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে প্রচার করেন। সভা ও রোড শোয়ের মাধ্যমে তৃণমূলের দুই শীর্ষ নেতানেত্রী দাপিয়ে প্রচার করেন।

এদিন বিকেল ৫টা নাগাদ ফিরহাদ হাকিম ইন্দপুর ব্লকের গৌড়বাজার অঞ্চলের ক্ষীরপাই গ্রামে সভা করেন। ফিরহাদ সাহেব বলেন, পরপর নির্বাচনে হারের পরেও বিজেপি নেতারা এরাজ্যে বারবার আসছে আর টার্গেট দিয়ে চলে যাচ্ছে। কখনও বলছে ২০০ পার, কখনও বলছে আমাদের ৩৫টি আসন চাই। ওরা দু’কান কাটা। ২০২১ পরাজয়ের পরেও তালডাংরায় বিজেপি ফের লাফালাফি করছে। আর সিপিএম-কংগ্রেস ওদের হাওয়া দিচ্ছে। ‘সেকুলার’ ও সংখ্যালঘু ভোট কেটে বিজেপি-র সুবিধা করে দিচ্ছে। ওরা মীরজাফরের মতো কাজ করছে। বিধানসভায় শূন্য হয়ে যাওয়ার পরেও ওদের লজ্জা নেই।

তবে তালডাংরা বিধানসভার মানুষ এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখবেন। মা-বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। এদিন কলকাতা থেকে আমি সড়কপথে মাত্র আড়াই ঘণ্টায় বাঁকুড়া পৌঁছলাম। বাম আমলে ওই পথ আসতে পাঁচ-ছ’ঘণ্টা সময় লাগত। জঙ্গলমহলবাসী তৃণমূল সরকারের উন্নয়নের সুফল পাচ্ছে। ফলে আমাদের দলের প্রার্থীকেই তারা সমর্থন করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen