তৃণমূলেই আস্থা বসিরহাটের মানুষের
মঙ্গলবারের ফলাফলে দেখা গেল, বসিরহাটে শেষ হাসি হাসল তৃণমূলই। বিপুল ব্যবধানে জিতলেন হাজি নুরুল ইসলাম। ৩,১০,৭৭২ ভোটে জয়ী হয়েছেন তিনি।
June 5, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

দৃষ্টিভঙ্গি, নিউজডেস্ক: সাম্প্রতিক সময়ে চর্চার কেন্দ্রে থাকা বসিরহাট লোকসভার ফলাফলের দিকে নজর ছিল সকলের। সন্দেশখালির স্থানীয় মহিলা রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে বাজিমাত করতে চেয়েছিল বিজেপি। কিন্তু মঙ্গলবারের ফলাফলে দেখা গেল, বসিরহাটে শেষ হাসি হাসল তৃণমূলই। বিপুল ব্যবধানে জিতলেন হাজি নুরুল ইসলাম। ৩,১০,৭৭২ ভোটে জয়ী হয়েছেন তিনি।