বয়স চল্লিশ পেরলে যুব সংগঠনে আর নয়, জানিয়ে দিলেন অভিষেক, পাশাপাশি ছাব্বিশের নির্বাচনে নন্দীগ্রামকে বিশেষ গুরুত্ব দিচ্ছে TMC

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪৫: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (WB Assembly election), তার আগে দলীয় সংগঠন মজবুত করতে বিভিন্ন জেলার তৃণমূল (TMC) নেতৃত্বের সঙ্গে বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার সাংসদ তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক করলেন। উপস্থিত ছিলেন সুব্রত বক্সিও।
বারাসতের নেতাদের সঙ্গে এদিনের বৈঠকে সাফ জানালেন, বয়স চল্লিশ পেরলে যুব সংগঠনে আর নয়। পাশাপাশি তিনি আরও বলেন, “এক ব্যক্তি দুই পদ আঁকড়ে থাকেন, তা চাইছে না দল।” এদিনের বৈঠকে প্রবীন-নবীনদের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার কথাও বলেন তিনি।
বারাসতের নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতেই জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। সুস্থ থাকার কথা বলেন। এরপরই বৈঠকে নেতাদের জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দেন অভিষেক। গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বলে সাফ জানান তিনি। নবীন ও প্রবীনদের মধ্যে ভারসাম্য বজায় রেখে মানুষের জন্য কাজ করার কথা নির্দেশ দেন। এই বৈঠকেই তিনি জানান, চল্লিশ পেরলে আর যুব সংগঠনের দায়িত্বে নয়। সেক্ষেত্রে তাঁকে মাদার সংগঠনের দায়িত্ব দেওয়া হবে বলেও জানান অভিষেক। এদিন অভিষেক আরও বলেন, ‘লোকসভার ফল অত্যন্ত খারাপ হয়েছে। কিন্তু বিধানসভায় সব দিক থেকে বিজেপিকে মোকাবিলা করতে হবে। জনপ্রতিনিধিদের প্রচুর দায়িত্ব রয়েছে।’
তমলুকের নেতৃত্বের সঙ্গে বৈঠকেও এদিন জনসংযোগে জোর দেওয়ার কথাই বলেন অভিষেক। আগামী বিধানসভা নির্বাচনে সব কটি বিধানসভা কেন্দ্র যাতে বিজেপি শূন্য করা যায়, সে ব্যাপারে নজর দেওয়ার কথা বলেন তিনি। সংগঠন মজবুত করতে ব্লকস্তরের নেতাদের গোপন টিপসও দেন। বৈঠকেই উঠে এল একটি গুরুত্বপূর্ণ বার্তা, নন্দীগ্রামকে (Nandigram) ঘিরে এবার আলাদা পরিকল্পনার কথা। নন্দীগ্রাম নিয়ে আলাদা বৈঠক ডাকার কথা জানান অভিষেক। সূত্রের খবর, সেই বৈঠকে উপস্থিত থাকবেন দলের সব শাখা সংগঠনের নেতৃত্ব।
রাজনৈতিক ভাবে নন্দীগ্রামের গুরুত্ব নতুন কিছু নয়। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে ১৯৫৬ ভোটে পরাজিত হন তিনি। ফল ঘোষণাকে ঘিরে বিতর্ক, হাইকোর্টে মামলার রেশ এখনও চলমান।
এদিনের বৈঠকে সংগঠনের নেতাদের আরও সক্রিয় হওয়ার বার্তা দেন অভিষেক। জানান, “কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে লাগাতার সভা করতে হবে। রোজ রোজ মানুষকে বোঝান—কেন্দ্র টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে রাজ্য।” ভাষা আন্দোলনকে ঘিরে নেত্রীর ঘোষিত কর্মসূচি নিয়েও দেন কড়া বার্তা। বলেন, “ব্লক স্তরে ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যান। পদে যারা আছেন, তারা বেশি করে কর্মীদের নিয়ে ময়দানে নামুন।”