পাখির চোখ ২০২৬! ভোটার তালিকার ভূত তাড়াতে কর্পোরেট ধাঁচে জেলার সংগঠন সাজাচ্ছে তৃণমূল

নেতাদের দাবি, এতে একদিকে যেমন বুথস্তরে সংগঠন আরও মজবুত হবে, তেমনি জনসংযোগ বাড়ায় গোষ্ঠী কোন্দল কমে যাওয়ার সম্ভাবনা থাকবে।

March 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কর্পোরেট স্টাইলে জেলার সাংগঠনিক কাঠামো সাজাচ্ছে তৃণমূল। ব্লক ইলেকট্রোরাল সুপারভাইজার রাখার পরিকল্পনা নিয়েছে জোড়াফুল শিবির। আরও নতুন নতুন পদ যুক্ত হচ্ছে রাজ্যের শাসক দলের সংগঠনে। নেতাদের দাবি, এতে একদিকে যেমন বুথস্তরে সংগঠন আরও মজবুত হবে, তেমনি জনসংযোগ বাড়ায় গোষ্ঠী কোন্দল কমে যাওয়ার সম্ভাবনা থাকবে।

ইতিমধ্যেই কোর কমিটি গঠিত হয়েছে। জেলায় জেলায় কোর কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিটি ব্লকের ক্ষেত্রে জরুরি ভূমিকা পালন করবে ব্লক ইলেক্টোরাল সুপারভাইজার। ব্লক এলাকার ভোটার কার্ড সংক্রান্ত বিষয় দেখভাল করবেন তারা। শহরের জন্য টাউন ইলেক্টোরাল সুপারভাইজার নিয়োগ করা হবে। অপরদিকে, গ্রাম পঞ্চায়েত ও পুরসভার ক্ষেত্রে ওয়ার্ড লেভেল পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। এর মাধ্যমে গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় সূক্ষ্মাতিসূক্ষ্ম পর্যবেক্ষণ করা সম্ভব হবে। প্রতিটি বুথ এলাকায় বিএলএ-২ ( বুথ লেভেল এজেন্ট ) রাখা হচ্ছে। যাঁরা বুথ এলাকায় সংগঠন মজবুত করবে। সাংগঠনিক জেলায় বিএলএ-১ একজন হবেন। বিএলএ-১ পদের জন্য উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুসারে ইতিমধ্যে পাঁচজনের নাম পাঠানো হয়েছে।

ভূতুড়ে ভোটার বৃদ্ধি পেয়েছে জায়গায় জায়গায়। সেই কথা মাথায় রেখে নতুনভাবে দলকে সাজাতে চাইছে তৃণমূল নেতৃত্ব। নেতারা বলছেন, তৃণমূল দল নিজেদের আপডেট করছে। এই মন্ত্রেই ভোট বাড়ছে। গত লোকসভা, পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছিল। কম বয়সীদের আরও বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে দল। কেউ দুর্নীতি বা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হলে আগামীতে দলের তরফে কড়া পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen