জলমগ্ন কলকাতাকে নিয়ে ‘দুই টাকার ট্রোল’? দিল্লি-মুম্বইয়ের উদাহরণ টেনে মালব্যকে তুলোধোনা দেবাংশুর

September 24, 2025 | < 1 min read
Authored By: author Manas Modak
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫০: সোমবার রাতভর অতি ভারী বৃষ্টির (Heavy Rain) জেরে কার্যত জলমগ্ন হয়ে পড়েছিল শহর কলকাতা (Kolkata)। এই ঘটনাকে কোনও প্রাকৃতিক দুর্যোগ নয় রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় মালব্যের বিরুদ্ধে কড়া জবাব দেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

 

দেবাংশু প্রশ্ন তোলেন, “বিজেপির ‘দুই টাকার ট্রোল’ অমিত মালব্য কি জানেন, কলকাতায় মাত্র ৪ ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে? দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, পুনে আর সুরতের সাম্প্রতিক জলমগ্ন দৃশ্য কি তাঁর স্মৃতি থেকে মুছে গেছে? তখন তো কেউ মোদীকে দায়ী করেননি! বিজেপি কি সেইসব ঘটনার দায় স্বীকার করবে?”

 

তিনি আরও বলেন, “গত ৪০ বছরে কলকাতায় এমন বৃষ্টিপাত হয়নি। তখনও এই পরিমাণ বৃষ্টি ছড়িয়ে পড়েছিল দুই-তিন দিনে। এবার মাত্র ৪ ঘণ্টায়! এটা নিঃসন্দেহে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।”

 

ক্ষোভ উগরে দিয়ে দেবাংশু বলেন, যেখানে দেশের অন্যান্য শহরে দুর্যোগ হলে সহানুভূতির ঢল নামে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনৈতিক দোষারোপই যেন নিয়ম। তিনি বলেন, “এই দ্বিচারিতা বাংলার মানুষ ভালোভাবে বুঝে ফেলেছে। প্রকৃত দুর্যোগের সময় রাজনীতি নয়, প্রয়োজন সহমর্মিতা ও সমন্বিত উদ্যোগ।”

 

তৃণমূলের (TMC) তরফে দাবি করা হচ্ছে, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পশ্চিমবঙ্গকে নিশানা করছে, অথচ নিজেদের শাসিত রাজ্যগুলোর দুর্যোগে নীরব থাকে।

 

উল্লেখ্য, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, “কোনও কোনও রাজনৈতিক দল এই দুর্যোগ নিয়েও রাজনীতি করছেন, তাঁদের আমি ধিক্কার জানাই। মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen