লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করলেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

August 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৩: সংসদে তৃণমূলের বড় রদবদল। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করলেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এই দ্বায়িত্ব সামলাচ্ছিলেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

শারীরিক কারণে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাই, তাঁকে সরিয়ে দলনেতা করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

এর পাশাপশি, লোকসভায় তৃণমূলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে কাকলী ঘোষদস্তিদার তৃণমূলের লোকসভার ডেপুটি লিডারের দায়িত্ব সামলাবেন।

এদিন রাতে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে এই বিষয়ে পোস্ট করেন। তিনি লেখেন – “আজ আমি তৃণমূল কংগ্রেসের সকল সাংসদদের সাথে একটি ভার্চুয়াল সভা করেছি। লোকসভা এবং রাজ্যসভা, উভয়েরই সাংসদরা ছিলেন। আমাদের লোকসভার নেতা শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ এবং চিকিৎসাধীন থাকায়, সাংসদরা সর্বসম্মতিক্রমে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুদীপ দা সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত লোকসভায় দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব অর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

আমরা সুদীপ দা’র দ্রুত আরোগ্য কামনা করি এবং সংসদীয় কার্যবিবরণী সম্পর্কে তাঁর অভিজ্ঞতা এবং গভীর জ্ঞান দ্বারা সমৃদ্ধ তাঁর অব্যাহত নির্দেশনার জন্য অপেক্ষা করছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen