বাগমা থানায় রামায়ণ হাতে ৫ পুলিশের জেরার মুখোমুখি তৃণমূল নেতা কুণাল ঘোষ

রামায়ণের সংশ্লিষ্ট অংশ নিয়ে একটি নোটও পুলিশ অফিসারদের দেন কুণাল।

November 13, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

তৃণমূল নেতা কুণাল ঘোষের জেরা একসঙ্গে করে পাঁচটি থানার পুলিশ। রাজধানী আগরতলা থেকে ৫০ কিলোমিটার দূরে উদয়পুরের কাছে বাগমা ফাঁড়িতে জেরা হয় কুণালের। যেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন ওমপি, বীরনগর, আর কে পুর ও কাঁকড়াবন থানার তদন্তকারী অফিসাররা। সকালে বাগমা ফাঁড়িতে কুণাল আসার আগে থেকেই ফাঁড়ি ঘিরে বিরাৎপলিস বাহিনী। এদিন কুণালের সঙ্গে আসতে দেখা যায় তৃণমূলের ৩ ছাত্র-যুবকদের। ছিলেন জয়া দত্ত, সুদীপ রাহা, মৃত্যুঞ্জয় পালরা।

পুলিশের বক্তব্য কুনাল কেন ভাষণের সীতার পাতাল প্রবেশ টেনেছেন এটা ধর্মের বিষয়। কুণাল ঘোষ বলেছেন, “বিজেপি কেন জয় শ্রীরাম বলে তৃণমূলের উপর হামলা করছে? কেন রামরাজ্য বলছে? ওরা রাম বললে আমি কেন মা সীতার অপমান ও পাতালপ্রবেশ বলতে পারব না?

কুণাল ঘোষের দাবি হয় রাজনীতিতে ধর্ম ব্যবহার বন্ধ হোক। অথবা পুলিশ বলে দিক রামায়ণের কোন কোন অংশ ব্যবহার করা যাবে কিংবা যাবে না। কুণাল ঘোষ এদিন পুলিশের মুখোমুখি হওয়ার আগে বাল্মীকি রামায়ণ সহ রামায়ণ গবেষণার ছয়টি বই এবং আন্তর্জাতিক গবেষণার নথি নিয়ে যান। তিনি বলেন, “আমি বিশেষজ্ঞদের লেখার বাইরে কোনও কথা বলিনি। তাই মহাকাব্যের উপর ভিত্তি করে কোনও অভিযোগ হতে পারে না। এটা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা।

রামায়ণের সংশ্লিষ্ট অংশ নিয়ে একটি নোটও পুলিশ অফিসারদের দেন কুণাল। এবং প্রায় ঘণ্টা দুয়েকের জেরা শেষে বাইরে আসেন কুণাল ঘোষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen