ফালাকাটা দলীয় কর্মীসভায় রাজীব বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের তরফে এই কেন্দ্রের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

September 21, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফালাকাটার বিধানসভা উপনির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে এই কেন্দ্রের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। রবিবার  ফালাকাটায় আয়োজিত একটি দলীয় কর্মীসভায় রাজীববাবু উপস্থিত ছিলেন। দলের রাজ্য সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি মৃদুল গোস্বামী, জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, ব্লক সাধারণ সম্পাদক সুভাষ রায়ও হাজির ছিলেন সেখানে। এছাড়া দলের ২৬৬টি বুথের বুথ সভাপতি, প্রত্যেকটি অঞ্চলের সভাপতি, ব্লক কমিটির প্রতিনিধি, সব শাখা সংগঠনের অঞ্চল ও ব্লক সভাপতিরাও উপস্থিত ছিলেন। বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত ফালাকাটা কমিউনিটি হলে ওই কর্মীসভা হয়।

দলীয় সূত্রের খবর, অক্টোবর মাস থেকে অঞ্চল ধরে ধরে ছোট বৈঠক করেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে দলের স্ট্র্যাটেজি নিয়ে বাইরে মুখ খুলতে চাননি রাজীববাবু। তিনি বলেন, ‘দলের স্ট্র্যাটেজি সংবাদমাধ্যমকে বলব না। তবে এদিন দলের রণকৌশল নিয়েই আলোচনা হয়েছে। দলের আমন্ত্রিত প্রতিনিধিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব হয়েছে। আমরা দলীয় নির্দেশ দিয়েছি। কর্মীদের কাছ থেকেও সাজেশন নেওয়া হয়েছে। সব মিলে ফালাকাটাকে পাখির চোখ করেই আমরা এগোচ্ছি।’

অন্যদিকে, কর্মীসভায় ব্লক কমিটির সঙ্গে অঞ্চল কমিটিগুলির দূরত্ব নিয়ে অভিযোগ ওঠে এদিন। শাখা সংগঠনগুলির সঙ্গে মাদার তৃণমূলের দূরত্ব নিয়েও চর্চা হয়। অনেকে দলের কাজ ঠিকমত করছেন না বলেও অভিযোগ ওঠে। সূত্রের খবর, এসব তথ্য পেয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পদে থেকে কেউ কাজ না করলে তাঁদের ছাঁটাই করা হবে। প্রয়োজনে নতুনদের দায়িত্ব দেওয়া হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen