ইডি-সিবিআই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যের এই মন্ত্রী, কী বললেন তিনি?

অনুব্রত গড়ে দাঁড়িয়ে এক কর্মিসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

May 16, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi
বোলপুরে তৃণমূলের সভায় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ছবি সৌঃ ফেসবুক

বিতর্কিত মন্তব্য করে এবার খবরে । অনুব্রত গড়ে দাঁড়িয়ে এক কর্মিসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, ‘আমাদের পিছনে ইডি, সিবিআই লাগিয়ে দিচ্ছে। আমরা চোর, আর কেন্দ্রের নেতারা কোটি-কোটি টাকা চুরি করছে। তারা আমাদের মধ্যে ধর্মের বিবাদ লাগিয়ে দিচ্ছে। আমাদের সাবধানে থাকতে হবে।’

রবিবার বোলপুরে তৃণমূলের একটি সভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন চন্দ্রনাথ। বলেন, ‘যারা কাজ করে না পাঁচ বছর অন্তর মানুষ তাদের বদলে দেয়। আর যারা কাজ করে মানুষ পাঁচ বছর পর তাদের নিয়ে আসে। সরকারের দায়িত্ব গরিব মানুষের পাশে থাকা। তা সে রাজ্য বা কেন্দ্রীয় সরকার যেই হোক না কেন। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার সেই কাজ করছে না। কিছু মুনাফা লোভী ব্যবসায়ীকে সুযোগ পাইয়ে দিচ্ছে। কোটি-কোটি টাকা খরচ করে মূর্তি তৈরি করছে।’

বস্তুত, বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত চন্দ্রনাথ সিনহা। গরুপাচার ও কয়লাপাচার নিয়ে একাধিকবার ইডি থেকে সিবিআই তলব করেছে অনুব্রতকে। এদিন, কেন্দ্রকে সেই বিষয়েই চন্দ্রনাথ খোঁচা মারেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। সিবিআই হাজিরা এড়ানোর রক্ষাকবচ নিয়েই এসএসকেএমের উডবার্ন ব্লক ছেড়েছিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর দু’টি করোনারি আর্টারিতে ব্লকেজ ধরা পড়েছে।

চার সপ্তাহ পরে এস‌এসকেএমে আসার কথা ছিল তাঁর। সূত্রের খবর, অনুব্রতের মায়োকার্ডিয়াল পারফিউসন ইমেজিং নামে একটি পরীক্ষা করাতে হবে। এটি এস এসকেএমে হয় না। হৃদপিণ্ডে রক্তপ্রবাহ কেমন রয়েছে, হৃদপিণ্ডের মাংসপেশী ঠিক মতো কাজ করছে কি না, তা বুঝতেই এই পরীক্ষা করা হয়। কিন্তু জানা যায়, বুধবার রাত থেকে আচমকাই বুকে ব্যথা অনুভব করতে থাকেন অনুব্রত মণ্ডল। সকালেই তাঁকে কলকাতায় আনা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen