বাংলার মহিলাদের অপমান করছে BJP, প্রচারে আক্রমণ তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর

তিনি বলছেন, বাংলার মহিলাদের অপমান করছে বিজেপি। সন্দেশখালিতে যারা দু’হাজার টাকার বিনিময়ে মিথ্যা নাটক তৈরি করল তারা অভিনেতা।

May 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার সন্ধ্যায় কাটোয়ার হরিপুর গ্রামে পথসভায় বিজেপিকে কার্যত তুলোধনা করলেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র। বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকারের সমর্থনে প্রচারে আসেন অভিনেত্রী বিধায়ক। তিনি বলছেন, বাংলার মহিলাদের অপমান করছে বিজেপি। সন্দেশখালিতে যারা দু’হাজার টাকার বিনিময়ে মিথ্যা নাটক তৈরি করল তারা অভিনেতা।

লাভলির (Lovely Maitra) অভিযোগ, বিজেপি জুমলা পার্টি। সন্দেশখালির নাটকের পর্দা ফাঁস হয়েছে। ষড়যন্ত্রকারীদের জেলে পুরে দেওয়া উচিত। বিজেপি বাংলার মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। তিনি আরও প্রশ্ন তোলেন, মোদী সরকার দশ বছরে কী দিয়েছে? ওদের জিজ্ঞাসা করুন। বাংলার ১০০ দিনের কাজের টাকা বন্ধ। বিজেপি বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন বাংলার মা-বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। বাংলার মানুষ ঠিক সময় জবাব দেবেন। অভিনেত্রী বিধায়ক বলেন, তিনি অনেক সিরিয়ালে অভিনয় করেছেন। সন্দেশখালির রেখা পাত্র তাঁর থেকেও বড় অভিনেত্রী। দু’হাজার টাকার বিনিময়ে কেমন নাটক তৈরি করলেন। সিপিএম আবার কৌটো নিয়ে হাজির হয়েছে। তাদের বলুন, বাংলায় ৩৪ বছর রাজত্ব করলেন। আবার এখন কৌটো বাজাতে হচ্ছে কেন। ওদের বিশ্বাস করবেন না। সিপিএমকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট হবে। লাভলি মৈত্রকে দেখার জন্য হরিপুর গ্রামে প্রচুর মহিলা ভিড় জমান। সামাল দিতে পুলিশকে বেগ পেতে হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen