ফের অসুস্থ মদন মিত্র, ভর্তি এসএসকেএম হাসপাতালে

মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় কামারহাটির ‘দামাল ছেলে’ মদন মিত্রকে। উডবার্ন ওয়ার্ডে ভরতি হয়েছেন তিনি। হাসপাতালে ঢোকার সময় বিধায়ক নিজেই অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানান।

March 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

হাসপাতালে ভর্তি কামারহাটির বিধায়ক মদন মিত্র (MLA Madan Mitra)। গলায় টিউমার রয়েছে। কথা বলতে অসুবিধা হচ্ছে। পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে সেই টিউমারের অস্ত্রোপচার হবে তৃণমূল বিধায়কের। ভোকাল কর্ড নষ্ট হয়ে গিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মদন মিত্র।

মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় কামারহাটির ‘দামাল ছেলে’ মদন মিত্রকে। উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন তিনি। হাসপাতালে ঢোকার সময় বিধায়ক নিজেই অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানান।

এদিন মদন মিত্র বলেন, “আমার গলায় সমস্যা হচ্ছে। চিৎকার করতে গেলে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে। কষ্ট হচ্ছে।” তিনি আরও বলেন, “সন্ধেবেলা চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত আমাকে ফোন করেছিলেন। বললেন, গলায় একটা টিউমার রয়েছে। সেটা ছড়িয়েও গিয়েছে। বোধহয় ভোকাল কর্ডে সমস্যা হয়েছে।” জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার সকালে হাসপাতালে মেডিক্যাল বোর্ড বসবে। তার পর পরীক্ষা-নিরীক্ষা হবে। পরশু সকালে অস্ত্রোপচার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen