BJP ক্ষমতায় আসার পর থেকেই বাংলা বঞ্চিত, বাজেট নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

পেশ হল তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে।

February 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পেশ হল তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে। দেখা গেল, বাংলায় ঝুলিতে আবারও শূন্য। বিহারের জন্য রয়েছে একাধিক ঘোষণা। চলতি বছরে ভোট বলেই বিহারকে ‘উপহার’, মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বাংলা বঞ্চিত, আগেও ছিল, এবারের বাজেটেও ফের তা প্রমাণিত।”

তিনি আরও বলেন, “আম জনতার জন্য বাজেটে কিছুই নেই। এই বছর বিহারে নির্বাচন, সেই ভোটকে মাথায় রেখেই বাজেট করা হয়েছে। সব বিহারকে দেওয়া হয়েছে। গত বছর জুলাইয়ে যে বাজেট হয়েছিল, তাতেও সব কিছু বিহার আর অন্ধ্রপ্রদেশের জন্য করা হয়েছিল। সামনেই বিহারে ভোট তাই বিহারকে দেওয়া হচ্ছে। যখন থেকে বিজেপি ক্ষমতায় এসেছে বাংলার জন্য কিছুই করেনি। এবারেও বাংলা বঞ্চিত। এটা দুর্ভাগ্যজনক।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen