জমে উঠেছে প্রচার, সামশেরগঞ্জ-জঙ্গিপুরে দেব
September 26, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

শনিবার সকালে সামশেরগঞ্জে ও জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থীর হয়ে প্রচার চালান অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। সামশেরগঞ্জের কাশিমনগর মাঠে প্রার্থী আমিরুল ইসলাম ছাড়াও জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ছিলেন। জঙ্গিপুরের আহিরণে জাকির হোসেনের সমর্থনে সভা করেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে উন্নয়নের জন্যই দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, কোভিড বিধি মেনে প্রচার চলছে। দু’টি আসনেই আমাদের প্রার্থী জয়ী হবেন। এদিন সকালে চপারে সামশেরগঞ্জে আসেন দেব। তিনি বলেন, বিধানসভা ভোটের আগে দিদি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সব কথা রেখেছেন।